অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তোপখানা জিপিতে চলছে পুকুরচুরি। বহু সুবিধা প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য নথি জাল করে হাতিয়ে নেওয়া হয়েছে বিরাট অঙ্কের সরকারি অর্থ। সন্দেহের আবর্তে রয়েছে জিপি সচিব, জিআরএস ও জিপি সভাপতির ভূমিকা।
এসব কথা সবিস্তারে জানিয়ে বৃহস্পতিবার জেলাশাসকে একটি স্মারকপত্র প্রদান করেছেন বাসিন্দাদের একাংশ। জিপির জসিম উদ্দিন লস্কর (আইডি নং এএস২৫৭৯৭৪০), মঈন উদ্দিন মজুমদার (আইডি নং এএস২৭৪২৫৯৪), রঞ্জু হোসেন লস্কর ( আইডি নংএএস২৭২৫০২১), নজরুল মজুমদার (আইডি নং এএস২৭৯০১৪৬৯), সুনীল কুমার (আইডি নং এএস২৪৩৩৫৭৪) আজির উদ্দিন বড়ভূইয়া আইডি নং এএস২৮১৬৬০৭) ও ইসহাব খান (আইডি নং এএস২৫৫৯৪৬০) স্মারকপত্রে উল্লেখ করেছেন, সরকারের তরফে যথাযথ জরিপের পর তাঁদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার কোনও টাকা জমা পড়েনি।
বিলম্বের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন, তাঁদের নামে টাকা মঞ্জুর হবার পর সে টাকা উঠিয়েও নেওয়া হয়েছে। জসিম উদ্দিনদের দাবি, তাঁদের নামে যেসব অ্যাকাউন্ট-এ টাকার লেনদেন হয়েছে, সেগুলো তাঁদের নয়। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁদের নামে হলেও ওই অ্যাকাউন্ট খোলেননি তাঁরা। তাঁদের সন্দেহ, জিপি সচিব, জিআরএস ও জিপি সভাপতি মিলে এই অপকর্মটি করেছেন। তাই এব্যাপারে তদন্ত করে ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।