অনলাইন ডেস্ক : বদলা নিতেই মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে শিক্ষক। শেষঅবধি হাওয়াইথাং মাদ্রাসার ছাত্র হত্যার রহস্য উদ্ঘাটন হল। ১২ বছরের কিশোর রেজিমুল হোসেন লস্করকে হত্যা করেছে মাদ্রাসার শিক্ষক হাফিজ মহসিন রহমান (৩৫)। পুলিশের জেরায় মহসিন রহমান এমনটাই স্বীকার করেছে। বদলা নিতে এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে শিক্ষক মহসিন। জানা যায়, গত কয়েকদিন আগে রেজিমুল মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এরপর মাদ্রাসায় তাকে ফিরিয়ে আনলে বেধড়ক মারধর করে মহসিন। এ মারধরের পর মহসিনকে ক্ষমা চাইতে হয়। এতেই তার আত্মসম্মানে আঘাত লাগে। আর এর প্রতিশোধ নিতে রেজিমুলের গলা কেটে হত্যা করে সে। শিক্ষক মহসিন রহমান কালাইন লক্ষীপুরের বাসিন্দা। উল্লেখ্য, রবিবার ভোরে মাদ্রাসার ছাত্রাবাসে উদ্ধার হয় গলাকাটা ১২ বছরের রেজিমুল হুসেনের লাশ। নৃশংসভাবে ছাত্র খুনের ঘটনায় দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাঙের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা সিল করে পুলিশ প্রশাসন। রেজিমুলের বাবা – মা নৃশংস হত্যাকারী মাদ্রাসা শিক্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন।