অনলাইন ডেস্ক : ৭৪তম সাধারণতন্ত্র দিবসের উদযাপন পর্ব চলবে সাতদিন ধরে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। নেতাজির জন্মদিনে শুরু হয়ে গান্ধিজীর মৃত্যুদিনে শেষ হবে এই অনুষ্ঠান। আরও জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কর্তব্যপথে একেবারে সামনের সারিতে বসার সুযোগ পাবেন রিকশাচালক, সবজি বিক্রেতা থেকে নির্মাণক্ষেত্রের শ্রমিকরা। সেই সঙ্গে ছেঁটে ফেলা হয়েছে এই অনুষ্ঠানের ভিআইপি আসন সংখ্যা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ৪৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে কর্তব্যপথে। কোভিডের আগে অবশ্য একসঙ্গে ১ লক্ষের বেশি মানুষ এই অনুষ্ঠান দেখার সুযোগ পেতেন। সেই সঙ্গে ভিআইপি অতিথিদের আসনেও প্রচুর কাটছাঁট করা হয়েছে। প্রথমবারের জন্য সাধারণতন্ত্র দিবসে ড্রোন শোয়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও মিলিটারি ট্যাটু, উপজাতিদের নাচ দেখতে পাবেন দর্শকরা।সেই সঙ্গে ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে দেশের নানা প্রান্তের স্কুলপড়ুয়ারা।