অসম থেকে বরাক উপত্যকাকে আলাদা করতে এবার সরাসরি পশ্চিম বঙ্গের সমর্থন চাইল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)।
কলকাতা প্রেস ক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা প্রকাশ্যে ঘোষণা করেন ফ্রন্টের মুখ্য আহবায়ক প্রদীপ দত্তরায়। তিনি পশ্চিম বঙ্গ তথা দেশের অন্যান্য রাজ্যের মানুষের কাছে ‘সমর্থন ও সহযোগিতার’ আবেদন জানান। যদিও তাঁর আবেদনে ঠিক কতটা সাড়া দেবেন বাংলার মানুষ, সেই ছবি এখনও পরিষ্কার হয়নি। এদিন কলকাতা প্রেস ক্লাবে বসে বরাক বঞ্চনার কথা তথ্য সহ তুলে ধরেন প্রদীপবাবু। নাগরিকত্ব, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প ইস্যু থেকে শুরু করে তিনি ছুঁয়ে যান বরাকের প্রতি নিয়োগ বৈষম্য, ভাষা আন্দোলন, একাদশ শহিদের স্বীকৃতি, কাগজ কল, চিনি কলের মতো বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁচাতে সরকারের উদাসীনতা, উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য ইত্যাদি নানা প্রসঙ্গ। এভাবে নানা যুক্তি দর্শিয়ে তিনি দাবি করেন, সঙ্গত কারণেই পৃথক বরাকের লড়াই চালিয়ে যাচ্ছে বিডিএফ। এতে বরাকের সাধারণ মানুষ সহ সমর্থন রয়েছে বেশ কয়েকজন জনপ্রতিনিধি’র-ও। কেননা, এই ভূখণ্ডের মানুষ এটা বুঝতে পেরেছেন, বরাক উপত্যকা অসম থেকে আলাদা না হওয়া পর্যন্ত মুক্তি নেই।