অনলাইন ডেস্ক : লোকালয়ে ধরা পড়ল হরিণ। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে উধারবন্দে । বুধবার বেলা সাড়ে ১১ টা নাগাদ উধারবন্দ পানগ্রামের ঐতিহ্যবাহী রানী দিঘিতে একটি হরিণ শাবককে দেখতে পান স্থানীয়রা । মূহুর্তের মধ্যেই এ খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । এতে হরিণ শাবককে দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় । শুরু হয় ধরার কসরত। অনেক চেষ্টার পর সেটাকে পাকড়াও করা হয়। এক্ষেত্রে বিশেষ ভুমিকা নেন স্থানীয় সুজা লস্কর ও রনিক লস্কর সহ অন্যন্যরা। এরই মধ্যে বিষয়টি জানানো হয় বন বিভাগের উধারবন্দ কার্যালয়ে । খবর পেয়ে সেখানে যান বনবিভাগের কর্মকর্তারা । তারা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যান । উধারবন্দ কার্যালয়ের রেঞ্জার অরবিন্দ ডেকা জানান, এদিন স্থানীয়দের থেকে হরিণ শাবক উদ্ধারের বিষয়টি তারা জানতে পারেন । উদ্ধার হওয়া হরিণ শাবকটি সংরক্ষিত বড়াইল অভয়ারণ্য ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি । এদিকে পানগ্রাম তেমাথার মতো জনবসতিপূর্ণ তথা ব্যস্ততম এলাকায় এভাবে হরিণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। একাংশের মতে, বড়াইল অভয়ারণ্য সহ সংলগ্ন এলাকায় ব্যাপক হারে বন ধ্বংসের ফলে এসব প্রাণী লোকালয়ে আশ্রয় নিচ্ছে।