অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচিতে খুন হলেন এক হিন্দু চিকিৎসক। বৃহস্পতিবার করাচির ওই হিন্দু চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, চিকিৎসক বীরবল জেনানি বহুদিন ধরেই চিকিৎসা চালাচ্ছেন করাচিতে। পেশায় তিনি চক্ষু চিকিৎসক। করাচিতে তিনি পরিচিত মুখ। চিকিৎসা সূত্রে করাচির রামস্বামী এলাকায় অবস্থিত মেট্রোপলিটন কর্পোরেশনের একটি ক্লিনিকে তিনি রোজ বসতেন। জানা গিয়েছে গতকাল অন্যান্য দিনের মতন তিনি যখন ক্লিনিক থেকে বাড়ি ফিরছিলেন সহকারী মহিলা ডাক্তারের সঙ্গে গাড়িতে, সে সময় লিয়ারী এলাকার কাছে একদল আততায়ী তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় দেওয়ালে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ডাক্তার বীরবল জেনানি এবং তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বীরবল জেনানিকে মৃত বলে ঘোষণা করেন। সহকারী ওই মহিলা ডাক্তারের চিকিৎসা চলছে। অনুমান করা হচ্ছে, ধর্মীয় বিদ্বেষ থেকেই এই খুন হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ অবশ্য অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজ পায়নি। তদন্ত চলছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।