অনলাইন ডেস্ক : এক ড্রাগ সেবনকারীকে ড্রাগ চুরির অভিযোগে বেধড়ক মারধর কান্ডের মুল অভিযুক্ত নিজাম উদ্দিন বড়ভুইয়া ওরফে নজমুলকে লালা পুলিশ পাঁচ দিনের রিমান্ডে এনেছে। গতকাল রাতে পুলিশি অভিযানে নিজামের মা, ভাই বোন মিলে মোট চারজনকে আটক করেছিল লালা পুলিশ। বুধবার ধৃতদের হাইলাকান্দি আদালতে তোলা হয়। আদালত পরে মুল অভিযুক্ত নিজামকে রিমান্ডে দিলেও গ্রেফতার হওয়া ভাই একলাস উদ্দিন বড়ভুইয়া ও বোন সালমা বেগমকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। মা-কে পুলিশ ছেড়ে দিয়েছে। এনিয়ে লালা থানায় মামলা নম্বর হচ্ছে ৫৫/২৩। এদিকে এই বর্বরোচিত ঘটনার খবরে বিভিন্ন মহল থেকে নিজামকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। কারণ, দীর্ঘদিন ধরে কৃষ্ণপুর এলাকার বিভিন্ন স্থানে ড্রাগস ব্যবসা রমরমিয়ে চললেও পুলিশ ছিল ভাত ঘুমে। ড্রাগসের বিরুদ্ধে আসাম সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করলেও, কিন্তু এই অবৈধ কারবার কিছুতে থামছে না। লালার বিভিন্ন স্থানে এই কাজকারবার চলছে বলে অভিযোগ। আগেও একাধিকবার লালার ছাড়ারপার সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক ব্যক্তিকে ড্রাগস ব্যবসার অভিযোগে গ্রেফতার করার পরও কীভাবে চলে এই কাজকারবার। এনিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। অবৈধ ড্রাগসের জন্যই এমন কান্ড ঘটেছে বলে মত প্রকাশ করেছেন অনেকে। অনেকের দাবি এই অবৈধ ড্রাগস ব্যবসা চিরতরে বন্ধ করতে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। না,হলে এভাবে অনেকে হামলার শিকার কিংবা চুরির মতো কান্ড আর বৃদ্ধি পাবে বলে আশঙ্কা ব্যক্ত করেন।