অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিলচরে এসে বিড়ি ফেরি করতেন রাহুল শেখ নামের এক যুবক।গত সোমবার জিরিঘাট বাজার থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন।জুজাং পাহাড়ে জাতীয় সড়কে তার মোটর সাইকেল, বিড়ি,চটি পাওয়া গিয়েছিল।গত বৃহস্পতিবার তার পিতা আব্দুল হেলিম ব্যক্তিগত উদ্যোগে জুজাং পাহাড়ের নিচে গর্তে পুতে রাখা অবস্থায় পুত্র রাহুল শেখের মৃতদেহ উদ্ধার করে লক্ষীপুর পুলিশের কাছে সমঝে দেন। গতকাল শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গে। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে লক্ষীপুর পুলিশ দুজন অভিযুক্ত কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।ধৃতরা হচ্ছেন ইকবাল শেখ ও সেলিম শেখ। তাদের বাড়িও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। তারা ও ব্যবসা সুত্রে এখানে ছিল।আজ শনিবার সকালে শিলচর থেকে তাদের কে গ্রেফতার করা হয়েছে।লক্ষীপুর পুলিশ তাদের কে আজ লক্ষীপুর আদালতে সোপর্দ করে অধিক জেরা করার জন্য পাচদিনের রিমান্ডে নিয়েছে।