অনলাইন ডেস্ক : উধারবন্দের এক অঙ্গনওয়াড়ি কর্মীকে অন্যের মোবাইল থেকে ফোন করে বিপাকে উধারবন্দেরই যুবক। সঞ্জয় সৎনামি (চেঙ্গাই ) নামক বছর চল্লিশের ব্যক্তি। সম্প্রতি সে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর মোবাইলে অন্যের মোবাইল থেকে ফোন করে জানায় যে সে আইসিডিএস বিভাগের একজন ইন্সপেক্টর এবং গুয়াহাটি থেকে “সেন্টার ভিজিট” করতে আসছে। সে ওই কর্মীর সেন্টার নম্বর ও লোকেশন জানতে চায়। কর্মীটির এতে সন্দেহ হয় এবং তিনি কিছু পাল্টা প্রশ্ন করায় সেসবের উত্তর দিতে না পারায় ফোন কেটে দেয় সেই স্বঘোষিত ” ইন্সপেক্টর”। পরে সেই মোবাইল নম্বরে ফোন করে জানা যায় যে এটি উধারবন্দেরই এক মহিলার নম্বর এবং ওই “ইন্সপেক্টর” নিজের মোবাইল ঘরে ফেলে এসেছে বলে “জরুরি কল”-র নামে কারোর সঙ্গে কথা বলে চলমান অটো থেকে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে সেই অঙ্গনওয়াড়ি কর্মী উধারবন্দ থানায় একটা এজাহার জমা দেন। এতে সেই মোবাইল নম্বরের উল্লেখ করা হয়। ঘটনার শেকড়ে পৌঁছতে ওসি গৌতমচন্দ্র কুমারের নেতৃত্বে ময়দানে নামে পুলিশ। মোবাইল নম্বরের মহিলাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসে সঞ্জয় সৎনামীর নাম। পুলিশ তাকে থানায় নিয়ে জেরা করার পর সে জানায় যে নেহাতই মজা করার জন্য সে এরকম করেছিল। শেষে পেশায় গাড়ি চালক সঞ্জয়কে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে পরিচয় ভাঁড়িয়ে সে এরকম অপরাধ না করে।