অনলাইন ডেস্ক : লক্ষীপুর মহকুমা এলাকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পয়লাপুল নেহরু কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেছেন এই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রধান অধ্যাপক ড শুভজীত চক্রবর্তী।আজ সোমবার আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ পদে দায়িত্ব সমঝে নেন তিনি।রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের এক নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড এল ভারতী সিংহের কাছ থেকে দায়িত্বভার নেন অধ্যাপক ড শুভজীত চক্রবর্তী।তিনিই প্রথম এই কলেজর অধ্যাপক থেকেই পূর্ণাঙ্গ অধ্যক্ষ পদে বসতে পেরেছেন। অনেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপে অবসর গ্রহণ করেছেন। অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপু্রের বিধায়ক কৌশিক রাই,কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রাক্তন অধ্যাপক ড চন্দন দে, বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যাপিকা ড এল ভারতী সিং প্রমুখ। দায়িত্ব সমঝে নিয়ে অধ্যক্ষ ড শুভজীত চক্রবর্তী কলেজের উন্নতি কল্পে এবং সুষ্টভাবে কলেজ পরিচালনায় সহকর্মী সহ শিক্ষাপ্রেমী সচেতন জনগণের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌশিক রাই বলেন একজন যোগ্য ও কর্মতৎপর অধ্যাপক অধ্যক্ষ পদে দায়িত্ব নিয়েছেন। কলেজের উন্নয়নে সবাইকে একসাথে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন বিধায়ক।তিনি বলেন দীর্ঘদিনের দাবি নেহরু কলেজে বিজ্ঞান শাখা চালু করার। বিজ্ঞান শাখা চালু করতে সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে আশ্বস্ত করেন লক্ষীপু্রের বিধায়ক কৌশিক রাই।এছাড়াও বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড চন্দন দে, অধ্যাপিকা ড এল ভারতী সিং,অধ্যাপক ইন্দ্রনীল দে প্রমুখ।