অনলাইন ডেস্ক : চিন্তা বাড়ছে ঋষভ পন্থকে নিয়ে, এম আর আই রিপোর্টে কোনও সমস্যা ধরা না পড়লেও যত দিন যাচ্ছে ততই একেরপর এক সমস্যা বাড়ছে পন্থের। বর্তমানে তিনি দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তাঁকে আই সি ইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছে। যদিও সেটা প্রাইভেট স্যুট। তবে সেখানে নিয়ে যাওয়ার পর হিতের বিপরীত হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, সেখানে নিয়ে যাওয়ার পর পন্থের ব্যথা বেড়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে জানা গেছে, পন্থের শরীরের বিভিন্ন জায়গা ফোলা রয়েছে। তবে তিনি হাঁটতে পারছেন, কিন্তু বেশিরভাগ সময়টাই তাঁর কাটছে বিছানায়। এই কারণের জন্যই এখনও পন্থের শরীরের বাকি অংশে এম আর আই স্ক্যান করা সম্ভব হয়নি। এই কারণের জন্যই তাঁর হাঁটু, গোড়ালির চোটের কী অবস্থা তা জানা যায়নি।চিকিৎসকদের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, পন্থের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। তাঁর কোমরে আঘাত লেগেছে। ডান পায়ের হাঁটুতে তাঁর চোট রয়েছে।বোর্ডের পক্ষ থেকে হাসপাতালকে জানানো হয়েছে পন্থের পায়ের চিকিৎসা দিল্লি বা মুম্বইয়ের কোনও হাসপাতালে করানো হোক। যেখান থেকে বাকি ক্রিকেটারদের চিকিৎসা হয়ে থাকে।