অনলাইন ডেস্ক : ‘জুডিশিয়াল কু’র চেষ্টা করছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এমন খবরে মিছিলসহকারে দলে দলে ছাত্ররা হাইকোর্ট ঘেরাও করে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমারা দেখেছি শতো শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য পরাজিত অপশক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করবো। তিনি বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন যে, আমাদের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা অনলাইন ক্যু করার চেষ্টা করছিলো।
‘জুডিশিয়ারি ক্যু’র শঙ্কায় হাইকোর্ট ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ প্রসঙ্গে জানতে চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিভিন্ন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। বিচার বিভাগের মর্যাদা রক্ষায় প্রধান বিচারপতির নিজেরই তার করণীয় নির্ধারণ করা উচিত। ছাত্র জনতার দাবির প্রতি প্রধান বিচারপতির সম্মান জানানো উচিত বলে মনে করেন তিনি। এদিকে প্রধান বিচারপতির পদ থেকে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নিজেই জানিয়েছেন, তার আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কিছু ফর্মালিটিজ রয়েছে। এ গুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন। এর আগে ফুলকোর্ট বৈঠক কি উদ্দেশ্যে ডাকা হয়েছিল জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, রবিবার থেকে কোর্ট চালানো যায় কি না, শুধু এ বিষয়ে সিদ্ধান্তের জন্যই ভার্চ্যুয়াল পদ্ধতিতে ফুলকোর্ট বৈঠক ডাকা হয়েছিল।