অনলাইন ডেস্ক : শিলচর পঞ্চায়েত রোডের বাসিন্দা, জলসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত এসএ তসির উদ্দিন লস্কর আর নেই। শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল ৩-৪৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স ছিল ৬৩ বছর। রেখে গিয়েছেন পত্নী রহিমা বেগম লস্কর, ৫ পুত্র জাভেদ আহমদ লস্কর, সায়েদ আহমদ লস্কর, শাহিন আহমদ লস্কর, আবেদ আহমদ লস্কর, মাসুম আহমদ লস্কর, ২ কন্যা হামিদা খানম লস্কর, ইয়াসমিন খানম লস্কর, ১জামাতা -সহ বহু গুণমুগ্ধ ও আত্মীয়স্বজন। আগামীকাল বুধবার সকাল ১০টায় প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ফজলশাহ’র মোকাম প্রাঙ্গণে।
বৃহত্তর কলেজ রোড-সহ শিলচর শহরের এক পরিচিত মুখ ছিলেন তসির উদ্দিন। খেলাধুলা, সমাজসেবা সহ বিভিন্ন গঠনমূলক কাজে জড়িত ছিলেন। ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি। অমায়িক ব্যবহারের কারণে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিচিত মহল শোকাহত। প্রয়াতের ভাইপো রফিক আহমেদ (মঞ্জু) লস্কর জানান, ২০২১-এর ডিসেম্বরে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তসির উদ্দিন। তেমন কোনও অসুখবিসুখও ছিল না তাঁর। কিন্তু মঙ্গলবার সকালে আচমকা শারিরীক অস্বস্তি অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে শিলচর মেহেরপুর এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ মেনে সেখানেই ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তসির উদ্দিন। আচমকা হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।