অনলাইন ডেস্ক : প্রথম দিন ছিল রাহুল ঝড়। আর আজ ম্যাচের দ্বিতীয় দিন লখিমপুরের উপর দিয়ে বুলডোজার চালান দুই ব্যাটার পারভেজ মুসারফ ও সুনজৌ ব্রম্ম। গুয়াহাটির আমিনগাঁও স্টেডিয়ামে নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্ত:জেলা ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩২৪ রান করে ১৬২ রানের লিড নিল শিলচর। তিন দিনের ম্যাচে ররিবার ম্যাচের প্রথম দিন ৭৪ রানে পিছিয়ে ছিল শিলচর।
লখিমপুরের ১৬২ রানের জবাবে কোনও উইকেট না হারিয়ে ৮৮ রান করেছিল শিলচর। আজ মানস গগৈ ৪২ ও পারভেজ ৩৮ রান হাতে নিয়ে উইকেটে গিয়ে নিজের খাতায় মাত্র ১ রান যোগ করে আয়ুট হয়ে যান মানস গগৈ। কিন্তু পারভেজ তার স্টিম রোলার চালিয়ে যান। শেষ পর্যন্ত শতরান পার করে ১২১ রানে গিয়ে থামেন তিনি। শুভঙ্কর বানিয়ার হাতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। শতরানের ইনিংসে তিনি দশটি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকান। এরপর সুনজৌ ব্রম্মর ব্যাট থেকে আসে আরেকটি শতক। ১৫ টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ১১০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর দুটি মুল্যবান উইকেট শূন্য রানে ফিরায় লখিমপুর। অভিষেক ঠাকুরি ও রোশন টপনো দুজনের নামের পাশে লেখা হয় শূন্য। তবে ততক্ষণে বড় রানের স্কোর দাঁড় করে ফেলে শিলচর। আজ স্টাম্পের সময় অমিত যাদব (২৮) ও শমীক দাস (৭) উইকেটে রয়েছেন। লখিমপুরের আনন্দ শর্মা, মানস কলিতা,জিতুমনি কলিতা শুভঙ্কর বানিয়া প্রত্যেকেই পেয়েছেন ১টি করে উইকেট।