অনলাইন ডেস্ক : নার্সের অভাবে ভুগছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভাব এতোটাই যে, এন এইচ এম বা জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মরতদের মধ্যে থেকে ছয় জন নার্স দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট হেল্থ সোসাইটির চেয়ারম্যান জেলাশাসককে চিঠি লিখেছেন মেডিকেলের অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত।
মেডিক্যালের এক সূত্র জানান, হৃদরোগ বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আই সি ইউ) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সহ চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফ থাকলেও সমস্যার সৃষ্টি হয়েছে নার্স নিয়ে। নার্সের অভাবে শুরু করা যাচ্ছে না আই সি ইউ পরিষেবা। তাই এই পরিষেবা শুরুর জন্য ৬ জন নার্স চেয়ে অধ্যক্ষ চিঠি লিখেছেন জেলাশাসককে।
সূত্রটি জানান, মেডিক্যালে বিভিন্ন স্তরের নার্সের অনুমোদিত পদ রয়েছে ২৫৬ টি,এর মধ্যে ৬৯টি পদ বর্তমানে শূন্য, কর্মরত রয়েছেন ১৮৭ জন। তবে ২৫৬ টি পদ সৃষ্টি করা হয়েছিল হাসপাতালে শষ্যার সংখ্যা ৬৫০ থাকাকালীন, আর বর্তমানে শষ্যা বেড়ে হয়েছে ১২০০। শষ্যার সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গেলেও অনুমোদিত নার্সের পদ থেকে গেছে একই, তাও আবার ৬৯টি পদ রয়েছে শূন্য হয়ে। এরচেয়েও
বড় ব্যাপার যে ১৮৭ জন বর্তমানে কর্মরত রয়েছেন, এদের মধ্যে আবার প্রায় এক-তৃতীয়াংশ থাকেন ছুটিতে। ব্যাপারটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, নির্দিষ্ট এক-তৃতীয়াংশ নার্স যে সবসময় ছুটিতে থাকেন এমন নয়। পালাক্রমে নার্সরা মাতৃত্বকালীন ও শিশু পরিচর্যার জন্য ছুটিতে যান। এছাড়া “ক্যাজুয়াল লিভ” এবং অন্যান্য ছুটিও রয়েছে । সব মিলিয়ে একসঙ্গে ১২০ থেকে ১৩০ জনের বেশি নার্সের পরিষেবা পাওয়া যায় না। এত কম সংখ্যক নার্স দিয়ে বর্তমানে যেসব পরিষেবা চালু রয়েছে সেসবই ঠিকমতো চালানো যায় না। এর উপর আবার হৃদরোগ বিভাগের “আই সি ইউ”-র জন্য আর নার্স দেওয়া সম্ভব হচ্ছে না।
২৫৬ টি অনুমোদিত পদের মধ্যে শূন্য হয়ে থাকা৬৯টি পদের খতিয়ান তুলে ধরে সূত্রটি জানান এরমধ্যে ৩০টি পদ স্টাফ নার্সের। স্টাফ নার্সের অনুমোদিত পদের সংখ্যা ১৬২, এর মধ্যে কর্মরত
রয়েছেন ১৩২জন, শূন্য রয়েছে ৩০টি পদ। ক্রিটিক্যাল কেয়ার নার্সের অনুমোদিত পদ ৪৬, এরমধ্যে রয়েছেন ১৮জন, শূন্য হয়ে রয়েছে ২৮টি পদ। অন্যান্য পদের মধ্যে ২টি মেট্রোন পদের ২ টিই রয়েছে শূন্য হয়ে। একইভাবে সিস্টার টিউটরের ৫টি পদের মধ্যে রয়েছেন ১ জন (শূন্য রয়েছে ৪টি পদ), সিস্টারের ৩৪ টি পদের মধ্যে রয়েছেন ৩০জন(শূন্য রয়েছে ৪টি পদ), এবং পিএইচএন স্টাফের ১ টি পদ রয়েছে শূন্য। তবে অ্যাসিস্ট্যান্ট মেট্রোনের ১টি, হেড নার্সের ৩ টি এবং এ এনএম স্টাফের ২টি পদ যথারীতি পূর্ণ রয়েছে।