অনলাইন ডেস্ক : ধলাই থানা এলাকার পুঠিখাল জিপির আঠারোটিলা গ্রামের এক নাবালিকা মেয়েকে উত্যক্ত করা ও বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পাশাপাশি বজরংদলের কাছে নালিশ জানান নাবালিকার পিতা। অবশেষে শনিবার দুই অভিযুক্তের মধ্যে একজন সোনাই থানা এলাকার মেনীপুর গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামকে পাকড়াও করে পুলিশে সমঝে দেন সাধারণ জনতা। তবে অপর অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। এনিয়ে ধলাই থানায় এক মামলা দায়ের করেছেন নাবালিকার পিতা । দায়ের করা মামলায় উল্লেখ রয়েছে গত তিন মাস ধরে সোনাই থানা এলাকার এক ভীনধর্মী যুবক নিজাম উদ্দিন আঠারোটিলা গ্রামের এক রবিদাস পদবীর নাবালিকাকে উত্যক্ত করে আসছে। অবশেষে মেয়েটির পরিবারের লোকজনদেরকে জানায় যে, ” সে ধর্ম ত্যাগ করে সনাতনী হয়ে যাবে” ,তবুও এই যুবকটি যেকোন ভাবে মেয়েটিকে বিয়ে করবে বলে জানিয়ে দেয়। এদিকে ছেলেটির আভিপ্রায় জেনে ছেলেটিকে ধলাই থানা এলাকার নূতন বাজারে আসতে বলা হয়। ছেলেটি প্রায় কুড়ীবার স্থান পরিবর্তন করে ফোনে কথা বলে। অবশেষে বজরংদলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাশের কোটকৌশলে একজনকে পাকড়াও করা হয়েছে। তবে নিজাম উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃত যুককের হাফিজুল ইসলাম । হাফিজুল ইসলামের হাতে নিজামের মোবাইল পাওয়া গেলে সাধারণ জনতা বুঝতে পারেন এই চক্রান্তে দুজনেই জড়িত রয়েছেন । এনিয়ে ধলাই থানার সামনে দাড়িয়ে নাবালিকার পিতা ও বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাশ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চক্রান্তকারীকে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান।