অনলাইন ডেস্ক : এ মুহূর্তে নাগাল্যান্ডের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও)-এর প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বিজেপি। নাগা রাজনৈতিক সমস্যার সমাধানে তৎপরতার সঙ্গে কাজ করছেন প্রধানমন্ত্রী মোদি।মঙ্গলবার কোহিমায় ক্যাপিটাল কালচারাল হল-এ আয়োজিত নির্বাচনী সমাবেশে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তাহার ‘ভিজন ডকুমেন্ট’ প্রকাশ করে প্রদত্ত ভাষণে বলেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ‘ভিজন ডকুমেন্ট’ প্রকাশ অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী তথা শরিক দল এনডিপিপি-প্রধান নেইফিউ রিও, উপমুখ্যমন্ত্রী ইয়ানথুনগো প্যাটন, বিজেপির প্ৰদেশ সভাপতি তেমজেন ইমনা আলং সহ আরও কয়েকজন।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে নাড্ডা বলেন, বিজেপি-এনডিপিপি জোট সরকারের পূর্ববর্তী সরকার রাজ্যকে উপেক্ষা করেছে। কিন্তু এনডিপিপি-বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর বিকাশের পথে এগিয়ে চলেছে নাগাল্যান্ড। প্ৰকাশিত ‘ভিজন ডকুমেন্ট’-এ নাগাল্যান্ডের উন্নয়ন এবং বহু সমস্যা সমাধানের প্রস্তাব রাখা হয়েছে, বলেন তিনি।
এনডিপিপি-বিজেপির যৌথ প্রচারাভিযানের শুরুতে জাতীয় সভাপতি নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী মোদি নাগা রাজনৈতিক সমস্যা সমাধান করতে যথেষ্ট তৎপর। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী রিও এবং ওয়াই প্যাটনের সাথে অক্লান্তভাবে কাজ করেছেন প্রধানমন্ত্রী। নাড্ডার দাবি, নাগা সমাধান চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। নিকট ভবিষ্যতে একে সঠিক পথে এগিয়ে নেওয়া হবে। ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) প্রসঙ্গে বলতে গিয়ে জেপি নাড্ডা বলেন, সমস্যাগুলি নিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অন্তরাত্মায় রেখে অক্ষরে অক্ষরে শীঘ্রই পূরণ করা হবে। বিজেপি একটি জাতীয় দল। তাই আমরা আঞ্চলিক আকাঙ্ক্ষার সাথে আমাদের জাতীয় প্রতিশ্রুতি বুঝতে পারি, বলেন, জগতপ্রকাশ নাড্ডা। জেপি নাড্ডার দাবি, মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর নেতৃত্বে রাজ্যে একটি স্থিতিশীল সরকার গঠিত হয়েছিল। এখন শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্র এই রাজ্য। তিনি বলেন, গত পাঁচ বছরে স্থিতিশীল নাগাল্যান্ডের জনসাধারণ অন্তত ১২টি নতুন বিমান পেয়েছেন। বলেন, ‘আপনারা দেখবেন, আগামী পাঁচ বছর পর নাগাল্যান্ড কোন স্তরে গিয়ে পৌঁছে। পর্যটনের ক্ষেত্রে রাজ্য প্রচুর উন্নত হবে,’ বলেন নাড্ডা। সড়ক পরিকাঠামো উন্নয়ন প্ৰসঙ্গে তিনি বলেন, কেন্দ্ৰের বিজেপি সরকার নাগাল্যান্ডের হাইওয়েগুলির জন্য ৩,২৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া নাগাল্যান্ডের আয়ুর্বেদ কলেজগুলিতে ১০০ কোটি টাকার বিনিয়োগের কথাও জানান নাড্ডা। সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফসপা-র ক্ষমতা হ্রাস সম্পর্কে কথা বলতে গিয়ে নাড্ডা বলেন, এর অর্থ উপদ্রব সৃষ্টিকারী তথা উগ্রপন্থীরা সমাজের মূল স্রোতে ফিরে আসছেন। এ প্ৰসঙ্গে নাড্ডা বলেন, জনগণ এখন স্থিতিশীল শক্তিশালী নাগাল্যান্ডের পক্ষে জনমত গঠনের নির্মাতা। এখানে উল্লেখ করা যেতে পারে, আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ২০ আসনে ভারতীয় জনতা পার্টি এবং ৪০ আসনে ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি) প্ৰতিদ্বন্দ্বিতা করছে। এরই পরিপ্রেক্ষিতে স্থান ও অঞ্চল বুঝে যৌথ জনসমাবেশের আয়োজন করছে বিজেপি ও এনডিপিপি।