অনলাইন ডেস্ক : মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুল ছাত্রের। শিক্ষকের জানাজা শেষে বাড়ি ফিরতে গিয়ে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে ধলাইর সপ্তগ্রাম এলাকায়। হত দুই ছাত্রের নাম মুস্তুফা আহমেদ লস্কর ও আসাদ গনি বড়লস্কর।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ধলাই হাওয়াইথাং এর বাসিন্দা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের শিক্ষক নজরুল ইসলাম লস্কর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। সোমবার দুপুর দেড়টায় নজরুল ইসলামের জানাজা ছিল । সেই জানাজায় উপস্থিত হয়েছিল কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের দুই ছাত্র বছর সতেরোর মুস্তাফা আহমেদ লস্কর ও আসাদ গনি বড়লস্কর। জানাজা শেষে কাবুগঞ্জ নগদিরগ্রামের বাসিন্দা দুই ছাত্র ৩০৬ জাতীয় সড়ক ধরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। সপ্তগ্রাম ফেরিঘাটে পৌঁছার পর পিছন দিক থেকে আশা লায়লাপুর পুলিশের বোলেরো গাড়ির ধাক্কা লাগে মোটরসাইকেলের। বোলেরো গাড়িতে ধাক্কা লাগার পর বিপরীত দিক থেকে আসা অল্টো গাড়ি খোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলের থাকা দুই কিশোর ছিটকে গুরুতর। স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাদেরকে করা হয় হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতামে। সেখানে কর্তব্যরত চিকিৎসারা উভয়কে মৃত বলে ঘোষণা করেন। দুই ছাত্রের অকাল মৃত্যুতে গোটা সোনাই ও ধলাই অঞ্চলে সুখের ছায়া নেমে আসে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ অল্টো ও মোটরসাইকেল নিজেদের হেফাজতে নিয়েছে।