অনলাইন ডেস্ক : দু’পক্ষের মারপিটে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠে করিমগঞ্জ কলেজ চত্বর । প্লাটিনাম জুবিলির সমাপন অনুষ্ঠানের প্রথম দিনেই বেশ কিছু সময় অনুষ্ঠান বন্ধ করে দেয় ক্ষুব্ধ ছাত্ররা । পরবর্তী তে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে ।
ঘটনার বিবরণে জানা গেছে কলেজের অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হওয়ার সময় থেকেই বেশ ত্রুটি চোখে পড়ে ছাত্র ছাত্রী সহ শহরবাসীর । রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কলেজের মাঠে তৈরি হওয়া মঞ্চের পাশে বারবার দুই পক্ষের মধ্যে মারপিট বাঁধে । পরবর্তী তে একসময় সেই মারপিট বৃদ্ধি পায় ব্যাপক ভাবে । একজন ছাত্রকে বেধড়ক মারপিট করে কিছু যুবক । এতে সেই ছাত্রটি গুরুতর আহত হয় । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে পুলিশ ও সিআরপিএফ বাহিনী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । আহত ছাত্র কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । অবশ্য প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । এদিকে এই ঘটনার জেরে কিছু ছাত্ররা অনুষ্ঠান বন্ধ করে দেয় । ছুটে আসেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা । বেশ কিছু সময় অনুষ্ঠান বন্ধ থাকার পর আবার শুরু হয় । এদিকে আয়োজক দের প্রচুর খামতি রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শহরবাসী । পরে কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী ঘোষণা করেন এমন ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসন কে হস্তক্ষেপ করতে বলবেন তিনি । কিন্তু করিমগঞ্জ কলেজের পুরনো দিনের নানা অপ্রীতিকর ঘটনার দিকে খেয়াল রেখে প্রথম থেকে কলেজ কর্তৃপক্ষ কেন ব্যাবস্থা গ্রহন করল না সেটা এক বড় প্রশ্ন ।