অনলাইন ডেস্ক : বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল যুবকের। বাবু দাস (৩২) নামে ওই যুবক ছিলেন দুধ পাতিল চতুর্থ খন্ড দিগলী বস্তির বাসিন্দা।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাবু সাঁতার দিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছুটা দূরবর্তী খরিলপার এলাকায় বন্যার জমা জলে ডুবে যান। কিছুক্ষণ পর উদ্ধার হয় তার মৃতদেহ।
এদিকে গোটা কাছাড় জেলায় বর্তমানে ১৫৭ টি রাজস্ব গ্রাম জলে ডুবে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে সরকারের রিপোর্টে। এরমধ্যে কাটিগড়া চক্রের ১১৬টি, শিলচরের ২৬ এবং সোনাই চক্রের ১৫টি রাজস্ব গ্রাম রয়েছে। রিপোর্ট অনুযায়ী বর্তমানে জেলায় বানভাসি লোকের সংখ্যা ১,৭৭,৯২৮।