অনলাইন ডেস্ক : গরমের পারদ আটত্রিশ – চল্লিশের কাছাকাছি উঠানামা করছে। এই হিট ওয়েভে অসুস্থতার দরুণ হাসপাতালে হাজিরার সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। বিশেষ করে স্কুলে ছাত্র ছাত্রীরা নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া গরমের মরশুমে সামান্য আরাম পাবে কচিকাচারা, কিন্তু অনেক স্কুলেই নেই বিদ্যুতিক পাখা। সেজন্য এবার স্কুলের সময় পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার এক বিবৃতিতে স্কুলের নতুন সময় সুচির ঘোষণা করেছেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা।
সোমবার থেকে নতুন সময়ে স্কুলে যাবে পড়ুয়ারা। নিম্ন প্রাথমিক স্কুল শুরু হবে সকাল সাড়ে সাতটায়। আর তা শেষ হবে দুপুর ১২-১৫ টায়। উচ্চ প্রাথমিক স্কুল সাড়ে সাতটায় শুরু হয়ে শেষ হবে ১২-৪৫’এ। অপরদিকে হাইস্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল ৭-৩০ শুরু হবে এবং ১-১৫ টায় স্কুল ছুটির ঘন্টা বাজবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই নির্দেশই জারি থাকবে।