অনলাইন ডেস্ক,৪ জানুয়ারি : দাদা রাহুলের জন্য গর্বিত প্রিয়াঙ্কা গান্ধী। বিশেষ করে রাহুলের সততা তাঁকে প্রভাবিত করেছে। আম্বানি-আদানিরা রাজনীতিবিদ থেকে সংবাদমাধ্যমকে কিনে নিলেও তারা রাহুল গান্ধীকে কিনতে পারবেন না বলে সাফ জানিয়েছেন আবেগজর্জর প্রিয়াঙ্কা।
এই মুহূর্তে উত্তরপ্রদেশে রয়েছে ভারত জোড়ো যাত্রা । দাদা রাহুল সম্পর্কে বলতে গিয়ে কার্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, ”আদানিজি, আম্বানিজি বড় বড় রাজনীতিবিদকে কিনে নিয়েছেন। কিনেছেন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে সংবাদমাধ্যমকেও। কিন্তু ওঁরা আমার দাদাকে কিনতে পারেননি। পারবেনও না। আমি ওঁকে নিয়ে গর্বিত।” সেই সঙ্গে তিনি বলেন, ”আমার দাদাকে দেখুন। ওকে নিয়ে আমার গর্বের শেষ নেই। কেননা প্রতিষ্ঠান সব সময়ই ওর উপরে চাপ দিয়ে গিয়েছে। সরকার হাজার কোটি টাকা খরচ করেছে ওর ভাবমূর্তি নষ্ট করতে।” তাঁর দাবি, দিল্লির কড়া শীতেও রাহুল গরম পোশাক না পরেই দিব্যি ছিলেন। কারণ কংগ্রেস নেতার শরীরে ছিল ‘সত্যের বর্ম’।