অনলাইন ডেস্ক : পূর্ব ধলাইর দর্মিখাল জিপির এক নম্বর গ্রুপের অধীন পাটবাড়ি গ্রামের একটি গলি রাস্তার কাজ নিয়ে অযথা জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করলেন জিপি সভানেত্রী সীমারানি রায়। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি সভানেত্রী সীমারানি রায় বলেন,পাটবাড়ি গ্রামের একটি ফাঁড়ি রাস্তার কাজ চাঁদা তুলে নিজেরা সংস্কার করেন গ্রামের মানুষ।কিন্তু তারা এখানে পঞ্চায়েতের রাস্তা করছেন না বলে অপপ্রচার করেন।কিন্তু বাস্তব কথা হলো এমজিএনরেগা প্রকল্পের অ্যাকশন প্ল্যানে রাস্তাটি অন্তর্ভুক্ত রয়েছে।আর বর্তমানে এনরেগার কাজ বন্ধ রয়েছে।এজন্য কাজে কিছুটা বিলম্ব হচ্ছে বলে তিনি জানান।সভানেত্রী আরও বলেন, রাস্তায় আড়াইশো লোকের বসবাস বলে তারা উল্লেখ করেছেন। কিন্তু এই রাস্তার পাশে সাকুল্যে ১৮ থেকে ২০টি পরিবার রয়েছে।এছাড়া রাস্তায় সরকারি কাজ হয়নি বলে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হয়েছে।অথচ ২০১৩-১৪ অর্থ বছরে রাস্তায় সরকারি অর্থে কাজ হয়েছে। তিনি আরও জানান,রাস্তার দৈর্ঘ্য তিন কিলোমিটার নয়,মেরেকেটে ১ কিলোমিটার হবে।তাই এমন মিথ্যা ও বিভ্রান্তমূলক অপপ্রচারে তিনি ক্ষোভ প্রকাশ করেন।এদিকে জিপির এক নম্বর গ্রুপের প্রাক্তন সদস্য সঞ্জয় দাস বিষয়টি তুলে ধরে বলেন,পাটবাড়ি গ্রামের গলি রাস্তার কাজ গলির মানুষ চাঁদা তুলে করছেন,এটা প্রশংসনীয়।কিন্তু রাস্তায় যে সরকারি কাজ হয়নি সেটা নয়। বিগতদিনে সরকারি বরাদ্দ অর্থে রাস্তার কাজ হয়েছে বলে জানান তিনিও।তিনি বিষয়টি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।