অনলাইন ডেস্ক : সন্ধান মিলছে না উধারবন্দের দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে কর্তব্যরত বাহিনীর এক জওয়ানের। রাম সিং শ্যাম নামে ওই জওয়ান ভূপাল নেহেরু নগরের বাসিন্দা । ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের । জানা গেছে, রাম সিং শ্যাম বেশ কিছুদিন ধরে দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে হেড কনস্টেবল হিসেবে কর্মরত । তিনি ক্যাম্পের ৮৯ নম্বর কোয়ার্টারে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন। রবিবার ৩১ ডিসেম্বর বিকেলে এটিএম কার্ড ও ব্যাগ নিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে আনতে কোয়াটার থেকে বের হন । কিন্তু গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় তার পরিবারের পক্ষ থেকে ব্যাপারটা জানানো হয় সিআরপিএফ ক্যাম্পের কন্ট্রোল রুমে । পরে কন্ট্রোল রুমের তরফে রামসিংয়ের খোঁজ শুরু করা হলেও এ পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি । মঙ্গলবার সিআরপিএফ গ্রুপ সেন্টার কর্তৃপক্ষের তরফে উধারবন্দ থানায় এক নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট করা হয়েছে । রাম সিংয়ের নাপাত্তা হওয়ার খবর পেয়ে ইতিমধ্যে তার এক ভাই এখানে ছুটে এসেছেন বলে জানা গেছে। পুলিশ তার খোঁজ শুরু করেছে।