অনলাইন ডেস্ক : রাজনীতির সরু গলি দিয়ে যাত্রার সূচনা পর্ব। আর তা বুঝি গিয়ে থামবে বিনোদনের রঙ্গমঞ্চে। এপ্রিলের প্রথম সপ্তাহটা ট্রেন্ডিং হয়ে থাকবে। ফেবু, হোয়াটস্যাপ, ইন্সটা – সবেতেই কিলবিল করবে রঙিন কিছু স্ট্যাটাস, কিছু ছবি আবার ফ্রেমে বাঁধিয়ে রাখার মত কিছু স্মৃতি।
রহস্যের মেঘলা আকাশ আর চৈতের এই আবহে কতক্ষনই বা আর থাকবে। তিন এপ্রিল লোকসভা ভোটের দিকে চোখ রেখে মনোনয়ন দেবে বিভিন্ন রাজনৈতিক দল। আসবেন হিমন্ত বিশ্ব। আরও অনেক তাবড় তাবড় গেরুয়া নেতা। পরিমল বাবুকে সঙ্গী করে ডিসি অফিসগামী একটা কার্নিভালে যোগ দেবেন। আবার অন্যপথে সেই জেলাআযুক্ত কার্যালয়ই চূড়ান্ত গন্তব্য হবে কংগ্রেসের সূর্যকান্ত সরকার সহ দলীয় নির্দলীয় অন্যান্য প্রার্থীদের। তাই তো অকাল একটা নির্বাচনী উৎসবের ঢাকে কাঠি পড়ে যাবে সেদিনই।
হেডলাইন দেখে হয়ত ধন্দে পড়ে যাবেন স্ক্রিপটটা বিনোদনের নাকি অন্যকিছুর।অধৈর্য হয়ে লাভ নেই। এবার চলে আসবো উইকেন্ডের ব্লকবাস্টারে। যখন টলিউডের একঝাঁক তারকার আগমনে আলোকিত হবে শিলচরের পথঘাট। ক্লাব ইচ্ছেডানার দ্বিতীয় দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কবি সাহিত্যিকের শহরে পা পড়বে স্বস্তিকা মুখার্জি, পর্ণ মিত্র, মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস, বিক্রম চ্যাটার্জি,তথাগত মুখার্জির মত বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল কুশিলবদের। আগামী ৬-৭ এপ্রিল শিলচর বঙ্গভবনে আয়োজিত হবে এই মেগা ইভেন্ট।
শুধু বাইরের গ্ল্যামার নয়। আসন্ন এই চলচ্চিত্র উৎসবে প্রত্যেক চলচিত্রে থাকছে ভালো কন্টেন্ট। ছয় এপ্রিল অর্থাৎ শনিবার দুপুর একটায় উদ্ধধন হবে দ্বিতীয় দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসব। সেলিব্রিটিদের উপস্থিতির পাশাপাশি থাকছে স্থানীয় শিল্পীদের নিয়ে কিছু রঙিন অনুষ্ঠান। বিকেল তিনটে থেকে শুরু হবে মূল আসর। শিলচরের মেয়ে শর্মিষ্ঠা দেব পরিচালিত ‘ উদ্বাস্তু ‘ ছবি দিয়ে উৎসবের মঞ্চের পর্দা উঠবে। দেশভাগের বেদনা এবং এতদ অঞ্চলের আর্থ সামাজিক পরিকাঠামো নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন তমাল বণিক, শান্তুনু সেনগুপ্ত, মানসী নন্দীর মত শিলচরের কিছু প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। একইদিনে দ্বিতীয় ছবিটি হল বহুল প্রশংসিত রাজেশ রায় পরিচালিত এবং স্বস্তিকা মুখার্জি অভিনীত ‘মাতৃপক্ষ’ । আয়োজকদের কথা অনুযায়ী এই ছবিটাই চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ। প্রেক্ষাগৃহের পর শীঘ্রই ওটিটিতেও রিলিজ হবে ছবিটি। একইদিনে রাত সাতটায় দেখানো হবে অভিজিৎ শ্রীদাসের ‘ বিজয়ের পরে ‘। দ্বিতীয় দিন সকাল সাড়ে এগোরোটায় দেখানো হবে পাভেল পরিচালিত ‘ কলকাতা চলন্তিকা ‘ । এছাড়াও থাকছে রাজদীপ ঘোষের ‘ বনবিবি ‘, এহসান কাঞ্জিলালের ‘ রেড নট ‘ এবং তথাগত মুখার্জির ‘ পরিহা ‘। এই ছবিগুলো দেখানো হবে বঙ্গভবনের প্রথম স্ক্রিনে। এদিকে শিলচরের উঠতি পরিচালকদের স্বল্প দৈর্ঘ্যর ছবিগুলো দেখানো হবে স্ক্রিন টু তে। শর্মিষ্ঠার পাশাপাশি এই চলচ্চিত্র উৎসবে নিজের প্রতিভার বিজ্ঞাপন পেশ করবেন কণাদ ভট্টাচাৰ্য, শুভজিৎ দাস, দিবাকর নাগ -রা।
ইচ্ছেডানার সভাপতি শর্মিষ্ঠা দেবের কথা অনুযায়ী, স্থানীয়দের বিশ্বমঞ্চে তুলে আনাই তাঁদের এই দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য। এই চলচ্চিত্র উৎসবকে সাফল্যের মুখ দেখাতে কোনও কসুর বাকি রাখছে না আয়োজকরা। জায়গায় জায়গায় হোর্ডিং লাগানো হচ্ছে। প্রচার করা হচ্ছে সংবাদ মাধ্যমে। সেইসঙ্গে শিলচরের সিনেমা প্রেমীদের মধ্যেও এই চলচ্চিত্র উৎসব নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানান আয়োজকরা।