অনলাইন ডেস্ক : ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন ছয় বিধায়ক। আজ তিন দফায় ৫৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। পাঁচটি আসন ছাড়া হয়েছে জোটসঙ্গী আইপিএফটি-কে। ৬ নম্বর আগরতলা কেন্দ্রে প্রার্থী এখনও ঘোষণা হয়নি। বিজেপির প্রার্থী তালিকায় রয়েছেন ২৩ জন নতুন মুখ। প্রার্থীদের মধ্যে ১১ জন মহিলা। প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্যে শুরু হয়েছে কর্মী-সমর্থকদের একাংশের বিক্ষোভ। কয়েকটি এলাকায় দলীয় বুথ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দিল্লিতে শুক্রবার রাতে বিজেপির নির্বাচন কমিটির বৈঠক ছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্য সদস্যেরা ছিলেন। ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ বিপ্লবকুমার দেব।