অনলাইন ডেস্ক : তিনদিন পর বরাকে ভেসে উঠল নদীতে তলিয়ে যাওয়া বিপ্রজিৎ এর লাশ। বৃহস্পতিবার অন্যান্য আত্মীয়ের সাথে পিসির বাড়ীতে বেড়াতে কাটিগড়ার শিয়ালটেকে এসেছিল শিলচর রংপুরের বাসীন্দা তথা কাছাড় কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র বিপ্রজিৎ উরফে পাপাই। পরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে স্নান করতে বরাক নদীতে নামে পাপাই। স্থানীয় না হওয়ায় নদীর গভীরতা সম্পর্কে ধারনা না থাকার ফলেই সম্ভবত অসাবধান বসত নদীতে তলিয়ে যায় বিপ্রজিৎ। দুদিন থেকে স্থানীয়রা তো বটেই,এস ডি আর এফ বাহিনী জওয়ানরা তল্লাসী চালিয়ে গেলে ও সফলতা মেলে নি। রবিবার আচমকাই স্থানীয়রা নদীতে ভাসতে দেখেন এক লাশ। খবর যায় বিপ্রজিতের আত্মীয়ের বাড়ীতে ও। খবর যায় কাটিগড়া থানায়। ও সি নব কুমার সইকীয়া দলবল নিয়ে ঘটনা স্থলে হাজির হন এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।