অনলাইন ডেস্ক : শিলচরের তারাপুর শিববাড়ি রোড সড়কের মেরামত হচ্ছে শীঘ্রই। ওই রাস্তা সহ রাজ্যে যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি সিদ্ধান্তে সিলমোহর পড়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বুধবার মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার পৌরোহিত্যে জনতা ভবনে অনুষ্ঠিত হয়েছে রাজ্য ক্যাবিনেটের সাপ্তাহিক বৈঠক। বৈঠকে কয়েকটি গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্তে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা।
রাজ্যে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন তথা যানজট সমস্যা হ্ৰাস করতে নয়টি প্ৰকল্পের কনসালটেন্সি সাৰ্ভিসের জন্য মনোনয়নের ভিত্তিতে রাইটস লিমিটেডকে ২৪.৫৭ কোটি টাকার দায়িত্ব প্ৰদানের সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে। এই নয় প্ৰকল্পগুলি হল শিলচরের তারাপুর শিববাড়ি লাগোয়া রাস্তা, গুয়াহাটির জিএস রোডে ডাউনটাউন হাসপাতালের কাছে উড়ালপুল, গুয়াহাটির আরকে চৌধুরী রোডে ফাটাশিল চারিআলিতে উড়ালপুল, গুয়াহাটির জিএস রোডে রাজীব ভবনের কাছে উড়ালপুল, গুয়াহাটির গরল থেকে পলাশবাড়ি পর্যন্ত প্ৰায় ৭.৫ কিলোমিটার আসাম ট্ৰাংক রোডের উন্নয়ন ইত্যাদি।
এছাড়া রানি-কইনাধর রোডের দীপরবিলের কাছে সীমায় আজারা এবং কামাখ্যা রেলপথের সমান্তরালভাবে অবস্থিত সাতটি (৭) হাতির করিডরে আন্ডারপাস নিৰ্মাণের পাশাপাশি শহিদ স্মারক এবং কইনাধরা রোডের মধ্যবর্তী এলাকায় দীপবিলের ওপর দিয়ে দুটি এলিভেটেড রাস্তা নিৰ্মাণেরও সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে আজকের ক্যাবিনেটে।
কেবল তা-ই নয়, শহর গ্যাস বিতরণ (সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন বা সিজিডি) নেটওয়ার্ক প্ৰসারের জন্য অসম শহর গ্যাস বিতরণ নীতি ২০২২-এ-ও ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। অন্যদিকে ক্যাবিনেট গুয়াহাটির বেতকুচিতে সংহত অধিকরণ কমপ্লেক্স নিৰ্মাণের জন্য ৮০৮.৪ কোটি টাকার সংশোধিত প্ৰশাসনিক অনুমোদন জানিয়েছে। তাছাড়া ভূমিজনিত সমস্যা নিষ্পত্তি সম্পর্কেও সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। উত্তর গুয়াহাটি রাজস্ব সার্কলের চিলা সিন্ধুরীঘোপা মৌজার অধীন চিলাগ্ৰান্টের ২৫টি পরিবারকে জমির প্ৰিমিয়াম প্ৰতি কাঠায় ১,০০০ টাকা পর্যন্ত শিথিল করে ৫ বিঘা ১ কোঠা ৩ লেসা জমি প্ৰদান করা হবে বলে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।