অনলাইন ডেস্ক : হিমন্তের বুলডোজার রাজনীতিকে তোয়াক্কা করেন না তাঁরা। ডিলিমিটেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হবে। অনেক হয়েছে, বিজেপি সরকারের তুঘলকি সিন্ধান্তগুলিকে এখন থেকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর হুঙ্কার দিলেন তাঁরা। মঙ্গলবার বদরপুরকে করিমগঞ্জ জেলার সঙ্গে বহাল রাখার গণ দাবির পক্ষে আয়োজিত প্রতিবাদী মিছিলে উপস্থিত নেতারা এভাবেই সরকারকে আক্রমণ করেন।
এদিন ডিলিমিটেশনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দলমত নির্বিশেষে বিভিন্ন দল সংগঠন ও স্থানীয় জনসাধারণ সবাই মিলে আন্দোলন এর প্রথম রূপরেখা হিসেবে প্রতিবাদী মিছিল বের করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকালে বদরপুর বাঁচাও সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে বদরপুর নবীন চন্দ্র কলেজের সামনে থেকে এই প্রতিবাদী মিছিল বের করে স্টেশন রোড হয়ে সার্কেল অফিসে গিয়ে শেষ হয়। পরে করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলাশাসকের হাতে অসমের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারক পত্র প্রেরণ করা হয়।