অনলাইন ডেস্ক : বুধবার থেকে অসমে সংসদীয় এবং বিধানসভা নির্বাচন এলাকা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন)-এর খসড়া প্রস্তাবের ওপর নিৰ্বাচন কমিশন শুরু করেছে গণ-শুনানি। ডিলিমিটেশনের খসড়া প্রস্তাবকে কেন্দ্র করে রাজ্যে চলমান প্ৰতিবাদের পরিপ্ৰেক্ষিতে পূৰ্বনিৰ্ধারিত কাৰ্যসূচিতে কিছু পরিবৰ্তন করেছিল কমিশন। এ সম্পর্কে মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে নতুন সংশোধিত সূচি প্ৰকাশ করে জানিয়েছিল, ১৯, ২০ এবং ২১ জুলাই, তিনদিন গুয়াহাটিতে সংসদীয় এবং বিধানসভা নির্বাচন এলাকা পুনর্বিন্যাস সম্পৰ্কে অনুষ্ঠিত হবে শুনানি।
ভারতের নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের দল গুয়াহাটিতে বুধবার প্রথম দিনের শুনানি করেছে। দলে রয়েছেন মুখ্য নিৰ্বাচন কমিশনার রাজীব কুমার, নিৰ্বাচন কমিশনার অনুপ পাণ্ডে, নিৰ্বাচনী আধিকারিক অরুণ গোয়েল, উপ-নিৰ্বাচনী আধিকারিক ধৰ্মেন্দ্র শৰ্মা এবং আরকে গুপ্তা। কমিশনের সঙ্গে ডিলিমিটেশন নিয়ে মতামত জানাবেন জাতীয়, আঞ্চলিক রাজনৈতিক দল এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে শুনানির সময় যাতে কোনও অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য রাজ্য প্রশাসন শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র ও সংলগ্ন এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। অন্যদিকে নিৰ্বাচন কমিশনের নিৰ্দেশ, শুনানি তথা বৈঠকের সময় কোনও প্ৰতিনিধি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, ওই সময় তাঁদের মোবাইল ফোনের সুইচ অফ করে রাখতে বলেছে কমিশন।
নির্বাচন কমিশনের দল এদিন গুয়াহাটির পাঞ্জাবাড়িতে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের পৃথক তিনটি হল-এ বেলা ২:০০টা থেকে শুরু করেছে শুনানি পর্ব। সে অনুযায়ী শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের আন্তর্জাতিক মিলনায়তনে কামরূপ মেট্ৰো, পশ্চিম কারবি আংলং, চিরাং, বাকসা এবং ডিমা হাসাও জেলার প্ৰতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে তাঁদের মতামত নিচ্ছে কমিশনের দল। এছাড়া শ্রীশ্রী মাধবদেব প্ৰেক্ষাগৃহের ৩ নম্বর হল-এ কামরূপ (গ্রামীণ), ওদালগুড়ি, কারবি আংলং এবং কোকরাঝাড় জেলার প্ৰতিনিধিদের সঙ্গেও অনুষ্ঠিত হচ্ছে বৈঠক।
অন্যদিকে আগামীকাল ২০ জুলাই সকাল ৯:৩০টা থেকে বেলা ২:০০টা পর্যন্ত শ্ৰীমন্ত শংকরদেব আন্তর্জাতিক প্ৰেক্ষাগৃহের ৩ নম্বর হল-এ করিমগঞ্জ, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা, নলবাড়ি ও শোণিতপুর এবং কাছাড়, হাইলাকান্দি ও দক্ষিণ শালমারার প্ৰতিনিধিদের মতামত শুনবে নির্বাচন কমিশন। শ্ৰীশ্ৰী মাধবদেব প্ৰেক্ষাগৃহে অনুষ্ঠেয় বৈঠকে অংশগ্রহণ করবেন নগাঁও, মরিগাঁও এবং ধুবুড়ি জেলার প্ৰতিনিধিরা। ২১ জুলাই সকাল ৯:৩০টা থেকে রাত ১২:৩০টা পর্যন্ত তিনসুকিয়া, ধেমাজি, লখিমপুর, ডিব্ৰুগড়, চড়াইদেও, গোলাঘাট ও মাজুলি জেলার প্ৰতিনিধিরা শ্ৰীমন্ত শংকরদেব আন্তর্জাতিক প্ৰেক্ষাগৃহে বসবেন বৈঠকে।
উল্লেখ্য, গত ২০ জুন অসমে সংসদীয় ও বিধানসভা নির্বাচন এলাকা পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাব প্ৰকাশ করেছিল ভারতের নিৰ্বাচন কমিশন৷ খসড়া প্রস্তাব প্ৰকাশ করে এ সম্পর্কে দাবি, ওজর-আপত্তি, পরামৰ্শের জন্য কমিশন ১১ জুলাই পৰ্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিল৷ নিৰ্ধারিত ওই সময়ের মধ্যে প্ৰায় ৫০০ ওজর-আপত্তি, পরামৰ্শ পেয়েছে নিৰ্বাচন কমিশন৷