• অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডিলিমিটেশনের জের, পৃথক পূর্বাচল রাজ্যের ডাক বিডিএফ-এর

৬০ আসনের বিধানসভা দাবি

samayikprasanga by samayikprasanga
August 18, 2023
in slider, অসম
0
ডিলিমিটেশন বাস্তবায়িত হলে অসম থেকে বিচ্ছিন্ন হবে বরাক!

অনলাইন ডেস্ক : ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে অসম তথা বরাক উপত্যকার বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি বাস্তবায়িত হলে বরাক উপত্যকাকে অসমের সঙ্গে থাকার কোনও অর্থ হয় না। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার পৃথক পূর্বাচল রাজ্যের ডাক দিলেন দলের কর্মকর্তারা।

সাংবাদিক সম্মেলনে বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, যেখানে ২০২৬ সালে সারা ভারতে ডিলিমিটেশন হওয়ার কথা, সেখানে তড়িঘড়ি করে ২০০১ সালের আদমশুমারির ভিত্তিতে কেন অসমে ডিলিমিটেশন করা হল, তা রহস্যজনক। তিনি বলেন, বরাকে এই ডিলিমিটেশনের মূল দায়িত্বে ছিলেন একজন অবাঙালি মন্ত্রী ও বরাকের একজন অবাঙালি বিধায়ক যাঁদের বরাকের ইতিহাস ভুগোল সম্বন্ধে কোনও জ্ঞান নেই। সহায়তায় ছিলেন ডিআরডিএ-র এক প্রাক্তন আধিকারিক, যিনি এ সব বিষয়ে অবগত। এই আধিকারিক আবার দুর্নীতির দায়ে একবার গ্রেফতারও হয়েছিলেন।‌

You might also like

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

প্রদীপবাবু বলেন, গুয়াহাটিতে গণশুনানির জন্য নির্বাচন কমিশনের যে তিন সদস্যের দল এসেছিল, সেখানে বরাক উপত্যকা থেকে দুশোর বেশি প্রতিবাদ পত্র দেওয়া হয়, মৌখিক ভাবে জোরালো যুক্তিও পেশ করা হয়। কিন্তু সব কিছুকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন সামান্য কিছু রদবদল করে যেভাবে প্রস্তাবিত খসড়াকেই চূড়ান্ত করেছে তা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের আগে এতে স্বাক্ষর না করার জন্য বিডিএফ-এর পক্ষ থেকে ট্যুইট ও ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কোনও কিছুকে পাত্তা না দিয়ে যেভাবে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হল তাতে রাজনৈতিক দুরভিসন্ধি স্পষ্ট। এমনকি সুপ্রিম কোর্টকেও যে এই সরকার ন্যূনতম মান্যতা দেয়‌ না তাও স্পষ্ট হয়ে গেছে।

বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক এদিন বলেন, ১৯৮০ সালে ‘বঙাল খেদা’ আন্দোলনের মাধ্যমে রাজ্যের বাঙালিদের হেনস্থা ও বঞ্চনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এনআরসি-র মাধ্যমে ১৯ লক্ষ বাঙালির নাগরিকত্ব ঝুলিয়ে রাখা হল, আধার কার্ড অকেজো করে রাখা হল, নাগরিকত্ব সংশোধনী বিলের নামে বাঙালি হিন্দুদের ভোট হাসিল করে রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার পরও আজ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে। বাঙালিরা এই রাজ্যের সরকারি চাকরিতে ব্রাত্য। ডি ভোটার, ডিটেনশন ক্যাম্পের খাড়া ঝুলিয়ে রাখা হয়েছে। এমতাবস্থায় দলের সবার মতামতের ভিত্তিতে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, বরাকের আর অসমের সঙ্গে থাকার কোনও অর্থ হয় না। তিনি বলেন, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় পর্যন্ত তাঁরা কোনও আন্দোলন কর্মসূচি নেবেন না। তবে পৃথকীকরণের লক্ষ্যকে মাথায় রেখে সাংগঠনিক বিস্তার এবং বিভিন্ন জনগোষ্ঠী ও দল-সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া এখন থেকেই শুরু করা হবে। আগামী দু’মাস এই প্রস্তুতি চলবে। এর পর সবার মতামতের ভিত্তিতে প্রকৃত আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।

তিনি বলেন, ১৩ নয় এবার বরাকবাসীর ৬০ আসনের বিধানসভা চাই এবং সেই বিধানসভা হবে ‘পূর্বাচল’-এর বিধানসভা। রাজ্য হবে পৃথক ‘পূর্বাচল’। বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক এদিন আরও বলেন, বিশ্ববিদ্যালয় পৃথকীকরণের দাবিতে দীর্ঘ দশ বছরের আন্দোলন করে তাঁরা সফল হয়েছিলেন। সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন হিন্দু মুসলিম নির্বিশেষে উপত্যকার সমস্ত বাংলাভাষী, সক্রিয় ভূমিকা নিয়েছিলেন চা জনজাতি, ডিমাসা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া সহ সমস্ত জনগোষ্ঠীর মানুষ। একইভাবে পৃথক পূর্বাচল রাজ্যের দাবিতে তাঁদের সংগ্রাম আজ থেকে শুরু হল। তিনি বলেন, এটাই হবে তাঁর জীবনের শেষ সংগ্রাম এবং এতেও সফলতা আসবে, এ ব্যাপারে তিনি নিশ্চিত। এই লড়াইয়ে জাতি ধর্ম নির্বিশেষে আপামর বরাকবাসীর সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি।

Tags: Barak Valley UpdatesBDF NewsDelimitationPurbachal State
Previous Post

Chandrayan 3 captured stunning images of the moon using LPDC

Next Post

জিরিঘাটে বন্দুক ঠেকিয়ে বার থেকে অর্থ লুট

Related Posts

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের
slider

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

by samayikprasanga
May 9, 2025
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক
slider

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

by samayikprasanga
May 5, 2025
বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের
slider

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

by samayikprasanga
May 5, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
অসম

ভোট দিতে গিয়ে মহিলার মৃত্যু

by samayikprasanga
May 3, 2025
বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮
slider

বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

by samayikprasanga
May 3, 2025
Next Post
ফেসবুক পেজে পুলিশকর্মীকে নিয়ে “মিথ্যা”অভিযোগ, আটক দুই

জিরিঘাটে বন্দুক ঠেকিয়ে বার থেকে অর্থ লুট

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?