অনলাইন ডেস্ক : এই শান্তিচুক্তিতে লেখা আছে ডিমা হাসাও স্বশাসিত পরিষদের সীমানা বৃদ্ধি পাছে। নতুন ডিমাসা গ্রামগুলি এবার পরিষদের অন্দরে ঢুকবে। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে ডিমাসা জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। নগাওঁ, কাছাড় ইত্যাদি জেলায় প্রচুর ডিমাসা লোকের বসবাস। তাঁদের স্বশাসিত পরিষদের মধ্যে ঢোকানো না গেলে ডিমাসা উন্নয়ন পরিষদ তৈরি হবে।একইসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এক হাজার কোটির প্যাকেজ দেওয়া হচ্ছে এই চুক্তির মাধ্যমে। এর মধ্যে ৫০০ কোটি দেবে কেন্দ্র। বাকি ৫০০ কোটি দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এসবের বাইরেও মাইবঙে মেডিক্যাল কলেজ-সহ ডিমাসাদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
হিমন্তের কথায়, এক হাজার কোটির প্যাকেজ পাঁচ বছরের জন্য দেওয়া হবে। জঙ্গি সংগঠনটির ১৬৮ জন সদস্যের পুনর্বাসন প্রকল্পেরও ব্যবস্থা রয়েছে।