অনলাইন ডেস্ক : অ্যাথলিটদের উৎসাহ দিতে বার্ষিক ক্রীড়ায় এবার প্রাইজমানি বাড়িয়ে দিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। ম্যারাথন সহ বিভিন্ন ইভেন্টের প্রথম তিন স্থানে থাকা অ্যাথলিটরা গতবারের তুলনায় বেশি প্রাইজমানি পাবেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান আয়োজক সহ স্পনসর গোষ্ঠীর সদস্যরা।
আগামী ২৯ এবং ৩০ জানুয়ারি এস এম দেব স্টেডিয়ামে এবং টাউন ক্লাব মাঠে হৃষিকেশ – শেফালীকনা স্মৃতি শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হবে। এবার চমকের মধ্যে চমক হল বাড়ছে প্রাইজমানি। বয়েজ বিভাগে গতবার প্রথম তিন স্থানে থাকা প্রতিযোগীরা পেয়েছিল যথাক্রমে ৩৫০,২৫০ এবং ১৫০ টাকা। এবার এই প্রাইজমানি বেড়ে হয়েছে যথাক্রমে ৪০০, ২৭০ এবং ১৭০ টাকা। মেয়েদের বিভাগেও বর্ধিত হারে প্রাইজমানি দেওয়া হবে। আসরের মূল আকর্ষণ ম্যারাথনেও বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। পুরুষ বিভাগে ৬০০০, ৪৫০০ এবং ২৫০০ এর বিপরীতে এবার বিজয়ীরা পাবে যথাক্রমে ৭০০০, ৪৫০০ এবং ২৫০০ টাকা। মহিলা ক্যাটাগরিতে প্রথম তিনে থাকা প্রতিযোগীরা পাবে যথাক্রমে ৬০০০, ৩৫০০ এবং ২৫০০ টাকা। গতবার সেটা ছিল ৫০০০, ৩৫০০ এবং ২০০০। সেইসঙ্গে ম্যারাথনের দূরত্বও বাড়ানোর চিন্তাধারা রয়েছে আয়োজকদের। গতবছর ডিএসএ থেকে উধারবন্দ টি টি ক্লাব অবধি হয়েছিল ম্যারাথন। এবার তা শালগঙ্গা পর্যন্ত বাড়ানোর চিন্তা করা হচ্ছে।
ডিএসএ তে হবে রানিং ইভেন্ট। আর থ্রুয়িং ইভেন্টগুলি হবে টাউন ক্লাব মাঠে। পত্র পত্রিকার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে কাটআউট, হোর্ডিং লাগিয়ে প্রচার চালানো হবে বলে জানান ডিএসএ সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং। এবার গতবারের তুলনায় প্রতিযোগীর সংখ্যা বাড়বে বলে জানান মাইনর গেমস সচিব উত্তম চৌধুরী। স্পনসর গোষ্ঠীর পক্ষে অংশুকুমার রায় বলেন,’ তিন বছর ধরে এই আসরের স্পনসর করতে পেরে আমরা তৃপ্ত। এই আসর থেকে বেরিয়ে অনেকেই রাজ্যস্তরে জেলার মুখ উজ্জ্বল করেছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।’ অন্যান্যদের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোড়,কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত, অনুপ রায় প্রমুখ।