অনলাইন ডেস্ক : কলকাতাগামী ট্রেনে তল্লাশি চালিয়ে দুই সন্দেহভাজন বাংলাদেশী যুবতীকে আটক করল রেল পুলিশ। বদরপুর জংশনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে আছিয়া বেগম (৩০) ও খাদিজা আক্তার (২০) নামের দুই তরুণী। সম্পর্কে এরা দুই বোন। বাড়ি বাংলাদেশের কেরানীগঞ্জ থানা এলাকার সুনাকান্ত গ্রামে। বাবার নাম ছিনি মিয়া।জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পুলিশ এদিন দুই তরুণীকে আটক করেছে। রেল সূত্রের খবর অনুযায়ী ১৩১৭৪ নং আগরতলা – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ বদরপুর স্টেশনে পৌছনোর পর ট্রেনে তল্লাশি চালায় রেল পুলিশ।এবং সন্দেহভাজন দুই বাংলাদেশী যুবতিকে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত যুবতীরা জানায়, বেশ কয়েকমাস আগেই আগরতলার সোনামুড়া হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারা। তারপর থেকে কলকাতায় বসবাস করছে দুজনেই। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই দুই যুবতী কলকাতায় থাকা অবস্থায় ভারতীয় নকল পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি তৈরী করেছে। ভারতীয় আধার কার্ডে তাদের নাম আছিয়া মণ্ডল পাণ্ডুয়া ও খাদিজা মণ্ডল পান্ডুয়া। বাবা ছিনি মণ্ডল পান্ডুয়া। বাড়ি পশ্চিম বঙ্গের হুগলী জেলায়। পুলিশ তাদের কাছ থেকে একটি মোবাইল ও বাংলাদেশের কিছু খাবার বাজেয়াপ্ত করেছে।