অনলাইন ডেস্ক : আমেরিকার টেক্সাসের একটি হিন্দু মন্দির থেকে চুরি হয়ে গেল বহুমূল্য জিনিসপত্র। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, টেক্সাসের ব্রাজোস ভ্যালি এলাকার শ্রী ওঙ্কারনাথ মন্দিরে ঘটনাটি ঘটেছে গত ১১ জানুয়ারি। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়। হামলার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মন্দির কৃর্তৃপক্ষ। সিসিটিভিতে দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, মন্দিরের জানলা ভেঙে ঢুকেছিল দুষ্কৃতীরা। প্রথমেই প্রণামী বাক্সটি ভাঙে তারা। তার পর সিন্দুকে রাখা বহুমূল্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে মন্দিরের গাড়িটি করেই পালিয়ে যায়। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।