অনলাইন ডেস্ক : উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতিমারা বস্তিতে এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ঘরের উপর বিশাল আম গাছ পড়ে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের নয় ব্যক্তি। এর মধ্যে ৪ মাস ও ৫ মাসের দুটি শিশু রয়েছে। আহতরা হলেন সোমা কুর্মী ২৭, সোনালী কুর্মী ৩৭, শ্রীশান্ত কুর্মী ১২, সুমিত কুর্মী ৮, শোভা কুর্মী ২৮, মনিলাল কুর্মী, ওম কুর্মি পাঁচ মাস, শ্রুতি কুর্মি চার মাস ও মাধব কুর্মী নামে আরেকজন। এদের কুম্ভ চা বাগানের এম্বুলেন্সে করে প্রথমে টিকল মডেল হাসপাতালে পাঠানো হয়। উদারবন থেকেও ছুটে যায় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী। সেখানে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ নবারুণ চক্রবর্তী, জয় ভট্টাচার্য, মৃণাল ভট্টাচার্য প্রমূখ। তবে অবস্থা গুরুতর হওয়ায় ছয়জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য কুর্মি পরিবারের সদস্যরা যখন সবাই একসঙ্গে বসে গল্প গুজব করছিলেন, এরকম সময় দমকা বাতাস শুরু হওয়ার পর হঠাৎ বড় আম গাছটি চালের উপর পড়ে যায়।