অনলাইন ডেস্ক : নিজের প্রতিশ্রুতিমত কাছাড় জেলা হজ কমিটিকে একটি উচ্চ শক্তিশালী জেনেরটর দান করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া। বুধবার শিলচরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের হজ শাখায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরীর হাতে জেনারেটরের চাবি সহ কাগজপত্র তুলে দেন বিধায়ক করিম উদ্দিন।
এ উপলক্ষে তৈমুর রাজা চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন প্রশ্ন তুলেন,পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের রাজধানী ও জেলা সদরে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি করে হজ ভবন থাকলে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বসবাসকারী রাজ্য অসমে কেন হজ ভবন থাকবে না। তিনি বলেন গুয়াহাটিতে হজযাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দশ বিঘা জমি সহ পঁচিশ কোটি টাকা মঞ্জুর করার ব্যাপারে তিনি এবং তার দল রাজ্য সরকারের কাছে জোরদার দাবি জানিয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই এ ব্যাপারে সরকারের সবুজ সংকেত মিলবে। গুয়াহাটির হজ ভবনের পর তিনি কুম্ভিরগ্রাম বিমানবন্দর অভিমুখী সড়কের আশপাশ এলাকায় একটি হজ ভবন নির্মাণের ব্যাপারে জেলার অন্যান্য বিধায়কদের নিয়ে সক্রিয় হবেন বলে জানান।কাছাড় তথা বরাক উপত্যকার হজযাত্রীরা যাত্রাকালিন সময়ে গুয়াহাটিতে অবস্থানকালে যাথে কোন অসুবিধার সম্মুখীন না হন সে ব্যাপারে তিনি বিহিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। উল্লেখ্য, গত বছর হজযাত্রার সময় সোনাই বিধানসভা এলাকার সকল হজযাত্রী সহ স্বেচ্ছাসেবীদের তিনি গুয়াহাটিতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এমনকি কোন ঝক্কিঝামেলা ছাড়া বিমানের টিকিট, পাসপোর্ট, হজভিসা এবং সকল ভ্রমণ নথি স্বহস্তে তাদের হাতে তুলে দিয়েছিলেন। এবারও গুয়াহাটিতে জেলার হজযাত্রীদের কোন অসুবিধা হবে না বলে আশ্বস্থ করেন বিধায়ক বড়ভুইয়া।
জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী প্রতিশ্রুতি মত এবারের হজ প্রশিক্ষণ শুরুর আগেই দুলক্ষ টাকা মূল্যের জেনারেটর হজ কমিটির হাতে তুলে দেওয়ায় কমিটির সভাপতি জেলাশাসক রোহন কুমার ঝা এবং সদস্যদের পক্ষ থেকে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়াকে কৃতজ্ঞতা জানান। চৌধুরী শিলচরের বহু প্রতিক্ষিত হজ ভবনের প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থান তুলে ধরে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া সহ আরও দুই মুসলিম বিধায়ককের সক্রিয় সহযোগিতা কামনা করেন। জেলা হজ কমিটির সদস্য সামিনুল হক বড়ভুইয়াও হজ কমিটিকে পূর্ব প্রতিশ্রুতিমত জেনারেটর দান করায় বিধায়ককে কৃতজ্ঞতা জানান। এই সভায় জেলা হজ কমিটির সদস্য আতাউর রহমান লস্কর, নুরুল আলম মজুমদার, আইনজীবি এ কে আজাদ লস্কর, আজিজুর রহমান চৌধুরী, মিলন উদ্দিন লস্কর, মাহিব হোসেন বড়ভুইয়া, আলিম উদ্দিন, লুৎফুর রহমান বড়ভুইয়া, আমির হোসেন লস্কর, হজ শাখার জ্যেষ্ঠ সহায়ক সামসুল হক লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।