অনলাইন ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক। আহত হয়ে চিকিৎসাধীন এক শিক্ষিকা। হত শিক্ষকের নাম কমলাকান্ত সিংহ, বয়স ৫৯, বাড়ি লক্ষীপুরের তলেনগ্রামে। আহত শিক্ষিকা নিলোফার আহমেদ চৌধুরী, বয়স ২৫, বাড়ি ডলুগ্রামে। লক্ষীপুর প্রাথমিক শিক্ষা খন্ড কার্যালয়ের অ্যাকাউন্টেন্ট তাহের আহমদ চৌধুরীর কন্যা নিলোফার। দুজনই লক্ষীপুর প্রাথমিক শিক্ষাখন্ডের অন্তর্গত লালপানি খৈরাবাদ এমই মাদ্রাসার সহকারী শিক্ষক।
শনিবার দুপুরে স্কুল ছুটির পর স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে ৩৭ নম্বর জাতীয় সড়কে জুজাং পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে স্কুটিতে ধাক্কা মারে একটি লরি। এই লরির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়েন শিক্ষক কমলাকান্ত ও নিলোফার। কিছু সময় পর পথচারীরা তাদের উদ্ধার করে পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিক্ষক কমলাকান্তের মৃত্যু ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছেন লক্ষীপুর শিক্ষাখন্ডের বিইইও লালনপুই তুলর সহ অন্যান্যরা। পরে লক্ষীপুর পুলিশ পৌঁছে আহত শিক্ষিকাকে চিকিৎসার জন্য শিলচরে পাঠায়।
নিহত শিক্ষকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঘাতক লরিটি বাজেয়াপ্ত করে লক্ষীপুর থানায় নিয়ে যায়। আদর্শ শিক্ষক হিসেবে প্রয়াত কমলাকান্ত সিংহের যথেষ্ট সুনাম রয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিইইও লালনপুই তুলর, লালপানি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হক বড়ভূইয়া। সেইসঙ্গে তাঁরা আহত শিক্ষিকার দ্রুত আরোগ্য কামনা করেছেন।