অনলাইন ডেস্ক : প্রতিবেশী মনিপুর রাজ্যের জিরিবামের লালপানি গ্রামের সংলগ্ন কুকি অধ্যুষিত সেজাং পুঞ্জিতে মঙ্গলবার রাত সাড়ে সাতটা থেকে শুরু হয় এলোপাতাড়ি গোলাগুলি এবং বোমা বিস্ফোরণ। কে কাকে মারছে অথবা কুকিদের সঙ্গে কার বন্দুকযুদ্ধ চলছে কিছুই বোঝা যাচ্ছে না বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এদিকে লালপানি বাজারে তখন লোকের ভিড় ছিল। গোলাগুলির আওয়াজ শুনতেই সবাই পালিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। গোলাগুলি শুরু হতেই বাজারের মানুষ এদিক-সেদিক পালানো শুরু করেন নিমিষেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, জনশুন্য হয়ে যায় লালপানি বাজার। রাত সাড়ে আটটা পর্যন্ত অবিরাম গুলিযুদ্ধ চলছে বলে খবর পাওয়া যায়।
উল্লেখ্য গতকাল সোমবার সকাল সাতটায় কুকি উগ্রপন্থীরা লালপানী গ্রামে অবস্থিত একজন মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের ফার্ম হাউসে আগুন ধরিয়ে দেয় এর পর থেকে সেখানে মৈতৈ এবং কুকির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টানটান উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যা রাতেই আক্রমণ প্রতি আক্রমণ শুরু হয়েছে। মৈতৈ বনাম কুকি বন্দুকধারীদের মধ্যে এই সংঘর্ষ চলছে বলে ধারণা প্রায় নিশ্চিত। সন্ধ্যা থেকে লালপানি এলাকায় নতুন করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।শুধু গুলির লড়াই নয় কুকি পুন্জির কয়েকটি গৃহে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অন্য একটি সুত্র জানিয়েছে।