অনলাইন ডেস্ক : আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও কারচুপি করে নিজেদের শেয়ার দর বাড়ানোর অভিযোগের মধ্যেই কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশে আদানি গোষ্ঠীর একটি সংস্থার দফতরে হানা দিল রাজ্যের শুল্ক ও কর শাখা। মূলত জিএসটি ফাঁকির সন্দেহেই এই তল্লাশি চালানো হয়েছে বলে রাজ্যের কর দফতরের আধিকারিকরা জানিয়েছেন। বুধবার রাতে হিমাচলের শুল্ক ও কর দফতরের এনফোর্সমেন্ট শাখা সোলানের পরবানুতে আদানি উইলমার সংস্থার একটি দফতরে হানা দেয়। শুল্ক ও কর দফতরের বক্তব্য, ব্যবসার নিরিখে যে পরিমাণ জিএসটি মেটানোর কথা, তার প্রায় সবটাই কাঁচামালে মেটানো কর হিসেবে ছাড় নেওয়া হচ্ছি। এনফোর্সমেন্ট শাখার যুগ্ম কমিশনার জি ডি ঠাকুর জানান, নগদ করের দায় শূন্য দেখানো হচ্ছিল। কিন্তু এই ধাঁচের ব্যবসায় তা ১০ থেকে ১৫ শতাংশ হওয়া উচিত। সেই কারণেই তল্লাশি চালানো হয়েছে। প্রসঙ্গত, আদানি গোষ্ঠী ও সিঙ্গাপুরের উইলমার সংস্থার যৌথ উদ্যোগে তৈরি আদানি উইলমার ফরচুন ব্র্যান্ডের ভোজ্য তেল, ময়দা, আটার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপণন করে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, তল্লাশি নয়, রুটিন পরীক্ষা হয়েছে। কর আধিকারিকরা কোনও অনিয়ম পাননি।