অনলাইন ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ফলে গড়ে ওঠা বিভিন্ন সমস্যা এবং এবছর অত্যধিক বৃষ্টিপাত ও ঝড়ের সরাসরি প্রভাব পড়েছে অসমের চা উৎপাদনে। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত উৎপাদনের যে হিসেব তারা পেয়েছেন, এতে সারা দেশ থেকে প্রায় দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। এছাড়া চায়ের দামের দিক দিয়েও তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা জানিয়েছেন, ২০২৪ সালে উৎপাদনের যে ধরন এখন পর্যন্ত চোখে পড়েছে, সেটা একেবারেই ভালো নয়। অত্যধিক তাপমাত্রা এবং অত্যধিক বৃষ্টিপাত, দুটোই সরাসরি চা উৎপাদনের ক্ষতি করছে। বরাক এবং ব্রহ্মপুত্র, দুই উপত্যকার একই হাল। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অসমে উৎপাদন হয়েছে ২০.৮৯ মিলিয়ন কেজি। অসমের চা গত বছর প্রতি কিলো ১৪৫ টাকা করে বিক্রি হয়েছিল তবে এই বছর তারা ১৩১.৪৬ টাকা প্রতি কেজি পেয়েছেন। অর্থাৎ একদিকে যেমন উৎপাদন কমছে অন্যদিকে কমছে চায়ের দাম। এতে তারা এক অন্ধকারময় ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।