অনলাইন ডেস্ক : স্বাক্ষর জাল করে নথি তৈরির পর জমি হড়পের চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করল আইরংমারার বাসিন্দা গোপেশ মোদক(৫০) নামে এক ব্যক্তিকে।গোপেশ আইরংমারা এলাকায় এক বড় মাপের জমির দালাল হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয় পেট্রোল পোস্টের পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে গোপেশকে। জানা গেছে তার বিরুদ্ধে
অভিযোগ এনে মামলা করেছেন শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা প্রমোদ মোদক নামে এক ব্যক্তি। প্রমোদ সম্পর্কে গোপেশের তুতো ভাই। প্রমোদের অভিযোগ অনুযায়ী আইরংমারায় তার ৮ কাঠা জমি রয়েছে। তার স্বাক্ষর জাল করে নতুনভাবে এসব জমির নথি তৈরি করে নিয়েছেন গোপেশ। এবং এই নথি দেখিয়ে তাকে চাপ দিচ্ছেন নামমাত্র টাকার বিনিময়ে পুরো আট কাঠা জমি তাকে সমঝে দিতে।। তিনি অরাজি হলে গোপেশ তাকে হুমকি দেন, যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা নিয়ে জমি সমঝে না দিলেও তার কোনও সমস্যা নেই। তার কাছে নথি রয়েছে, তিনি হড়প করে নেবেন জমি।
প্রমোদের এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায়। তদন্ত প্রক্রিয়ার পর মঙ্গলবার গ্রেফতার করা হয় গোপেশকে। এরপর বুধবার তাকে পেশ করা হয় আদালতে। আদালতের অনুমতিতে জিজ্ঞাসাবাদ করতে গোপেশকে ২ দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।