অনলাইন ডেস্ক : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে শুরু হওয়া শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোর অর্থাৎ মহাসড়ক শুধুমাত্র অসমেই এখনও অসম্পূর্ণ। ২০২০ সালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরি ভিতরে এসে প্রতিশ্রুতি দিলেও কাজটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য অসুবিধার জন্য এই সড়কের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তবে বৃহস্পতিবার শিলচরে দাঁড়িয়ে মন্ত্রি কৌশিক রাই প্রতিশ্রুতি দেন, আগামী বছর ৩১ মার্চের আগে এই সড়ক নির্মাণের কাজ শেষ হবে এবং মানুষ শিলচর থেকে গুয়াহাটি খুব সহজে যেতে পারবেন। কৌশিক বলেন, ‘অতীতের বহুবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে বিভিন্ন কারণে এগুলো পূরণ হয়নি। এবার আমরা কাজের প্রতিটি ক্ষেত্রে নজর ধরে রাখছি। নির্মাণ সংস্থা কতটা কাজ করছে এবং কি পরিস্থিতিতে কতটা সমস্যা হতে পারে, প্রত্যেক বিষয়ে আমাদের নজরে রয়েছে। সেপ্টেম্বর মাসে এসে হঠাৎ করে তারা বলতে পারবেনা আরও সময় লাগবে। কাজ জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছে তারা তবে আমরা ঘোষণার ক্ষেত্রে ৩১ মার্চ বলছি। এবার মহাসড়কের কাজ সম্পন্ন হবেই।’এদিন জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির বাজেট সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কৌশিক রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রুপম সাহা এবং প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ। মহাসড়ক ছাড়াও এদিন মাল্টি মডেল লজিস্টিক পার্ক, পাঁচগ্রামের কাগজ কলের জমিতে নতুন প্রকল্প গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেন মন্ত্রী। ২০২১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শিলচরে এসে ঘোষণা করেছিলেন এখানে একটি মাল্টি মডেলজিস্টিক পার্ক হবে যার মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্যের চিত্র পাল্টে যাবে। তবে ওই বছর বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্ব শর্মা। প্রাক্তন সাংসদ রাজদীপ রায় বারবার মাল্টি মডেল লজিস্টিক পার্ক নিয়ে প্রতিশ্রুতি দিলেও এটি কোথায় হবে এনিয়ে চূড়ান্ত তথ্য দেওয়া হয়নি। বুধবার রাজ্যসভায় সাংসদ সুস্মিতা দেবের প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকরি জানান, অসমের যোগিঘোপায় একটি মাল্টি মডেলজিস্টিক পার্ক হচ্ছে তবে বরাক উপত্যকায় এমন প্রকল্প গড়ে তোলার মত প্রস্তাব এখনও আসেনি। এ ব্যাপারে মন্ত্রী কৌশিক রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমাদের সরকার বরাক উপত্যকার উন্নতি নিয়ে বিভিন্ন বিষয়ে কাজ করছে এবং যেসব প্রকল্প চূড়ান্ত হয় তার ঘোষণা মুখ্যমন্ত্রী নিজেই দেন। মাল্টি মডেল লজিস্টিক পার্ক অনেক আগের প্রতিশ্রুতি হলেও চূড়ান্ত ঘোষণার সময় আসেনি। যখন সময় হবে আমাদের সরকার ঠিক এনিয়ে পর্যাপ্ত তথ্য জনসমক্ষে তুলে ধরবে। শুধুমাত্র এই প্রকল্প নয়, পাঁচগ্রামে কাগজ কল বন্ধ হওয়ার পর যে জমি সরকার অধিগ্রহণ করেছে সেখানে একটি বড়সড়ো প্রকল্প গড়ে তোলা হবে। ইতিমধ্যে ওই এলাকার কিছু অংশ নিয়ে কয়েকটি প্রকল্প ঘোষণা করা হয়েছে। তবে আগামীতে এমন একটি প্রকল্প ঘোষণা করা হবে যার মাধ্যমে এলাকার আর্থিক চেহারা পাল্টে যাবে।’ মাল্টি মডেল লজিস্টিক পার্কের মত প্রকল্প গড়ে তুলতে হলে উন্নত পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। ভৌগোলিকভাবে বরাক উপত্যকা কিছুটা পিছিয়ে এবং সম্প্রতি সরকার বেশ কয়েকটি পরিবহন বিষয়ক ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বরাপানি-পাঁচগ্রাম এক্সপ্রেস হাইওয়ে, মহাসড়কের কাজ সম্পন্ন করা এবং ভবিষ্যতে একটি নতুন রেল লাইন গড়ে তোলা। কৌশিক বলেন, ‘মন্ত্রী নীতিন গাডকরি এক্সপ্রেস হাইওয়ের ঘোষণা করে গেছেন। যে সংস্থা এটি বানাবে তারা জানিয়েছে, কাজ শুরু করার ৩০ মাসের মধ্যে এটি সম্পন্ন করবে তারা। এছাড়া লঙ্কা হয়ে নতুন রেললাইন গড়ে তুলতে ৩০ হাজার কোটি টাকার প্রয়োজন। বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং সময় এলে চূড়ান্ত ঘোষণা হবে। এলাকার উন্নতির জন্য প্রথমে প্রয়োজন উন্নত সড়ক এবং অন্যান্য পরিবহন ব্যবস্থা। মাল্টি মডেল লজিস্টিক পার্ক গড়ে তোলার মত পরিবেশ আগে বানাতে হবে এরপরেই এটি ঘোষণা হবে। এমন একটি প্রকল্প আমাদের এলাকার চেহারা পাল্টে দিতে পারে। আমাদের সরকার বরাক উপত্যকা নিয়ে অত্যন্ত দায়িত্ববান এবং মুখ্যমন্ত্রী ধীরে ধীরে এই এলাকার চেহারা পাল্টে দেওয়ার কাজ করছেন।’