অনলাইন ডেস্ক : বদরপুর নবীনচন্দ্র কলেজে দ্বিতীয় দফায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার সকাল ন’টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এদিন নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কলেজের অধ্যক্ষ ড. মর্তুজা হোসেন বলেন,প্রতি বছরের মতো এবারও বদরপুর নবীনচন্দ্র কলেজে সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের পদ্ধতিটি হচ্ছে সুপ্রিম কোর্টের লিন্ডো কমিশনকে অনুসরণ করে। এই প্রক্রিয়ায় প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১১ জানুয়ারি প্রথম পর্যায়ের ভোটে মোট ৪৩জন ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচিত হন। সিআর থেকে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়।১০টির মধ্যে ৮টি পদের জন্য ভোট গ্রহণ করা হয় এবং ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নয়া ছাত্র সংসদের উপ সভাপতি হয়েছেন বিএসসি পঞ্চম সেমিস্টারের আনিসুর রহমান তাপাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য শাখার তৃতীয় সেমিস্টারের ছাত্র আব্দুল জলিল। সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচএস দ্বিতীয় বর্ষের আব্দুল হালিম। এছাড়া ক্রীড়া সম্পাদক আজার উদ্দিন চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন ও গার্লস কমন রুম সম্পাদক হিসেবে মেহবুবা খানম লস্কর নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে উপাধ্যক্ষ সন্তোষকুমার দে। দু’জন নির্বাচনী আধিকারিক ছিলেন দেবজ্যোতি দাশগুপ্ত (কলা শাখার কো অর্ডিনেটর ) এবং জয়নাল আবেদিন তাপাদার (বাণিজ্য শাখার কো অর্ডিনেটর )। এছাড়াও কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালনে ছিলেন বলে জানিয়েছেন অধ্যক্ষ মর্তুজা হোসেন।