অনলাইন ডেস্ক : ঠান্ডা পানীয় খাইয়ে চালক ও তার ভাগ্নেকে অচেতন করে রাস্তায় ফেলে রেখে ম্যাজিক গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পরিমল রায় নামে শালচাপরা এলাকার বাসিন্দা ওই চালক ও তার ভাগ্নে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, সোমবার রাতে শিলচর রামনগর বাইপাস এলাকা থেকে পরিমল রায় ও তার ভাগ্নেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পুলিশ। দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। চেতনা ফেরার পর পরিমল জানিয়েছেন, তিনি এক পানীয় জলের কোম্পানির বোতল নিয়ে সোমবার করিমগঞ্জে গিয়েছিলেন। সেখানে নির্দিষ্টস্থানে জলের বোতলগুলো সমঝে দিয়ে ফিরে আসার পথে সঙ্গী হয় তার ভাগ্নেও। করিমগঞ্জ থেকে রওয়ানা হয় কিছুদূর আসার পর একজন লোক হাত দিয়ে গাড়ি থামিয়ে তাকে নিয়ে আসার জন্য অনুরোধ জানায়। ওই লোকটিকে গাড়িতে উঠানোর পর আরও কিছুটা এগোলে সওয়ারি হয় তার আরও এক সঙ্গী। দুজনকে নিয়ে বদরপুরে পৌঁছার পর গাড়ি থামিয়ে তারা চা পান করেন। আর দুই সওয়ারিও নেমে কিছুটা খাওয়া-দাওয়া করে। ফের গাড়িতে উঠে রওয়ানা হলে দুই সওয়ারির একজন তার সঙ্গে থাকা ঠান্ডা পানীয় এগিয়ে দেয়। প্রথমত তারা মানা করলেও বারবার তাদের অনুরোধে কিছুটা ঠান্ডা পানীয় পান করেন। এরপর কতখানি এগিয়েছিলেন তা মনে নেই।
বর্তমানে বুঝতে পারছেন গাড়ির সঙ্গে সঙ্গে তাদের কাছে থাকা টাকাকড়িও নিয়ে গেছে ওই দুষ্কৃতীরা। অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক পরিমলের গাড়ির সওয়ারি হয়েছিল। এরপর তাকে ও তার ভাগ্নেকে নেশা সামগ্রী মিশ্রিত ঠান্ডা পানীয় খাইয়ে অচেতন করে বাইপাসে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দিয়েছে।