অনলাইন ডেস্ক : কাছাড়ের বড়খলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হত এক। বড়খলা বিধানসভার জারইলতলা-চন্দ্রনাথপুর সংযোগী সড়কের ধলছড়া বিএসএফ ক্যাম্পের পাশে দূর্ঘটনায় হত যুবকের নাম শচীন বাউরী(২৩)। যুবকের বাড়ি চন্দ্রনাথপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বেত বোঝাই একটি ম্যাজিক ট্রাক চন্দ্রনাথপুর থেকে জারইলতলা অভিমুখে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে মাল বোঝাই ম্যাজিক ট্রাকে থাকা শচীন বাউরী নামের যুবকের। ঘটনার পর সন্ধানহীন চালক।