অনলাইন ডেস্ক : ঘটনাটা কামরূপ জেলার কমলপুর রাজস্ব সার্কলের। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন এক মহিলা পাটোয়ারি!! গীতাঞ্জলি ডেকা (দাস ) নামে সেই মহিলা সেখানকার লট পাটোয়ারি হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী জমির এনওসি দিতে গিয়ে গীতাঞ্জলি নাকি এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। সেই ব্যক্তি মুখমন্ত্রীর দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানালে শুক্রবার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান গীতাঞ্জলি। গত কয়েকমাসে অনেকে ধরা পড়লেও কোনো মহিলা পাটোয়ারির ঘুষ নিতে গিয়ে ধরা পড়ার ঘটনা এই প্রথম।