অনলাইন ডেস্ক : ঘুষ নিতে গিয়ে ফের গ্রেফতার এক পুলিশ আধিকারিক। হাইলাকান্দি জেলার আব্দুলাপুর পুলিশ চৌকিতে কর্মরত সহকারী সাব-ইন্সপেক্টর খুরশেদ আলীকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে ভিজিলেন্স ও এন্টি-করাপশন বিভাগ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজন অভিযোগকারীকে এএসআই খুরশেদ আলী তার বিরুদ্ধে থাকা একটি মামলায় সহায়তা করার জন্য ৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী ঘুষ দিতে অপারগ হয়ে ভিজিলেন্স ও এন্টি-করাপশন বিভাগের সাহায্য চেয়ে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে আজ ভিজিলেন্সের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় এএসআই খুরশেদ আলী ঘুষের ৫,০০০ টাকা নিয়ে হাতেনাতে ধরা পড়েন। ধৃত এএসআই -র কাছ থেকে ঘুষের টাকাও উদ্ধার করা হয়। অভিযোগের তদন্তে যথেষ্ট প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত ASI খুরশেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় পুরো অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।