অনলাইন ডেস্ক : দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া ঘাটোয়ারবস্তিতে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয়জল প্রকল্প আছে। কিন্তু এরপরওএলাকাজুড়ে জলের হাহাকার।এই অভিযোগ পেয়ে বুধবার সরেজমিনে ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক ত্রিদিব রায়।এদিন এডিসি রায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার থেকে শুরু করে ঠিকাদারকে ডেকে পাঠান।তাদের কাছ থেকে ঘাড়মুড়া ঘাটোয়ারবস্তি পানীয়জল সরবরাহ প্রকল্পের অনিয়মিত পরিষেবা সম্পর্কে অবহিত হন তিনি।এদিন দুপুরে প্রকল্পের কাজকর্ম সহ পাইপলাইন সরেজমিনে পরিদর্শন করেন এডিসি রায়।তিনি অবিলম্বে এই পাইপলাইন সংস্কার করতে বিভাগীয় ঠিকাদারকে নির্দেশ দেন।
এদিন বিভাগীয় কর্মীদের পক্ষ থেকে বলা হয়,বিদ্যুৎচালিত ঘাড়মুড়া ঘাটোয়ারবস্তি প্রকল্পে বিদ্যুতের ভোল্টেজ সমস্যার জন্য জল সরবরাহ ব্যাহত হচ্ছে।এডিসি ত্রিদিব রায় অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করে ভোল্টেজ সমস্যার সমাধান করতে বলেন।পরে সাংবাদিকদের এডিসি রায় জানান,ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে প্রস্তাব এপিডিসিএলের গুয়াহাটি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।তার আগে পাইপলাইনের বিভিন্ন জায়গার লিকেজ মেরামত করার জন্য বিভাগীয় ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।তাছাড়া বর্তমানে সীমিত হলেও নিয়মিত জল সরবরাহ করতে বিভাগীয় কর্মীদের বলা হয়েছে।তিনি এদিন জানান,সরকার বাড়ি বাড়ি পানীয়জল সরবরাহ করতে জল জীবন মিশন চালু করেছে।তাই পানীয় জল সরবরাহ নিয়ে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।