অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে। কারণ, প্রতিটি ক্ষেত্রেই বিকল্প সমাধান রয়েছে আমাদের দেশের হাতে। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য এমন এক ভারত তৈরি করা যেখানে মানুষ প্রকৃত অর্থেই আত্মনির্ভর হবেন।’’ দুনিয়াজোড়া অনিশ্চয়তার আবহে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির সম্ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বাজেট অধিবেশন। ঘটনাচক্রে, এই বাজেট দ্বিতীয় দফার মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন। তাই মোদি সরকার জনতার সুরাহার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করে, তার দিকে নজর থাকবে মধ্যবিত্তের। ঠিক তেমনই কর্পোরেট খাতে সরকার কতটা সুরাহা দেবে, তার দিকেও নজর রাখবে শিল্পমহল।